Header Ads

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে আইইডি বিস্ফোরণ, হত এক সেনা অফিসার

নয়া ঠাহর, নয়াদিল্লিঃ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা হামলার ক্ষত এখনও তাজা। তার মধ্যেই শনিবার রাজৌরিতে আইইডি বিস্ফোরণে নিহত হলেন এক সেনা অফিসার। সূত্রের খবর, নওসেরা সেক্টরে আইইডি নিষ্ক্রিয় করতে গিয়েছিলেন ওই সেনা অফিসার। তখনই বিস্ফোরণ ঘটে। নওসেরা সেক্টরে ভারত-পাক সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে ওই বিস্ফোরক রাখা ছিল। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল সেনা বাহিনী। জোর তল্লাশি চলছে। এই নিয়ে দ্বিতীয় বার আইইডি হামলা হল নওসেরা সেক্টরে। এর আগে এ বছরের ১১ জানুয়ারি আইইডি বিস্ফোরণে দুই জওয়ান ও এক সেনা নিহত হয়েছিলেন। বৃহস্পতিবার অৰ্থাৎ ১৪ ফেব্ৰুয়ারি ওই রাজ্যেরই পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ-র কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। নিহত হন ৪০ জনেরও বেশি জওয়ান। হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ। পুলওয়ামায় সেনার ওপর হামলার ঘটনার পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশবাসী। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী বলেছেন- যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদেরকে এই হামলার কড়া মূল্য চোকাতে হবে। মোদী এও জানিয়েছেন, জঙ্গি দমনে ভারতীয় সেনাকে পূৰ্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.