জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের হাফলঙে শ্রদ্ধাঞ্জলি
বিপ্লব দেব, হাফলংঃ হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মূর্দাবাদ ধ্বনিতে শনিবার উত্তাল হয়ে উঠল অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের শৈলশহর হাফলং। ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে পাকিস্তান মদদ পুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের আত্মঘাতী হামলায় সিআরপিএফের ৪০এরও বেশি জওয়ান শহিদ হওয়ার ঘটনার পর গোটা দেশবাসী আক্রোশে ফুঁসছে। বৃহস্পতিবার পুলওয়ামায় বৰ্বরোচিত জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শনিবার সন্ধ্যায় হাফলং লেডিজ ওয়েল ফেয়ার সোসাইটি কোশিস সোসাইটি ও মিনারেট ক্লাবের উদ্যোগে বিভিন্ন ছাত্র সংগঠন, বেসরকারী সংগঠন এবং বিভিন্ন দল সংগঠন হাফলং সিনড রোটারি থেকে এক মোমবাতি মিছিল বের করে। এই মিছিল হাফলং শহর পরিক্রমা করে জেলাশাসকের কার্যালয় রোটারি হয়ে শেষ হয়। এদিন বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় শহিদ বীর জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এই বীর শহিদ জওয়ানদের বলিদান যাতে বৃথা না যায় তার জন্য ভারত সরকারের কাছে পাক মদত পুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায় বিভিন্ন দল সংগঠন।
কোন মন্তব্য নেই