কাশ্মীরি মায়েদের কাছে সেনাবাহিনীর আহবান ছেলেদের হাতে বন্দুক তুলে দেবেন না
হাতে বন্দুক নিলে ফিরে যেতে পারবে না বলে হুঁসিয়ারি সেনার
নয়া দিল্লীঃ পুলওয়ামার ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরের সাধারণ নাগরিকদেরও কড়া বাৰ্তা দিয়ে জানালেন, ‘হাতে অস্ত্ৰ তুলে নিলেই তাদের গুলি করা হবে। সেনাবাহিনীর চীনার কোর কমাণ্ডার কানওয়ালিজিৎ সিংহ ঢিলোঁ আজ এই হুঁসিয়ারি দিয়ে জম্মু কাশ্মীরের মায়েদের কাছে আহবান জানিয়ে বলেন, ছেলেদের সামলান, হাতে বন্দুক তুলে দেবেন না। বন্দুক থাকলে তারা কিন্তু বেঁচে ফিরে যাতে পারবে না। সেনাবাহিনীর কাজে কোনও ধরণের হস্তক্ষেপ করতে দেবেন না।' সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীরের পুলিশ যৌথভাবে সাংবাদিক সম্মেলন ডেকে এই হুঁসিয়ারি দেওয়া হয়। সিআরপিএফ-র পক্ষে জুলফিকার হাসান, কাশ্মীর পুলিশের পক্ষে এ পি পানী প্ৰমুখ উপস্থিত ছিলেন। পাকিস্তান থেকে আমদানিকৃত সামগ্ৰীর ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের পর এবার রাজস্থানের বিকানেরে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নোটিশ দিয়েছে ভারত সরকার। ভারত ইতিমধ্যে পাকিস্তানকে ‘মোষ্ট ফেভাৰ্ড নেশনস'র সুযোগ থেকে বঞ্চিত করেছে। পুলওয়ামার ঘটনায় ৫০ থেকে ৭০ কেজি আরডিএক্স বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। আত্মঘাতী জঙ্গি আদিল আহমদদার মারুতি ইকো ভ্যান ব্যবহার করে ওই বিস্ফোরক বহন করে নিয়েছিল বলে ফরেনসিক সূত্ৰে জানানো হয়েছে। আজ পাকিস্তানের প্ৰধানমন্ত্ৰী ইমরাণ খান প্ৰথম মুখ খোলার পর পাকিস্থানের বিদেশমন্ত্ৰী শাহ মেহমুদ কুরেশি রাষ্ট্ৰপুঞ্জের সেক্ৰেটারী জেনারেল আন্তোনিয় গুয়েতেরেস-কে এক জরুরি পত্ৰ পাঠিয়ে বলেছেন, ‘যে কোনও সময় ভারত পাকিস্তানকে আক্ৰমণ করতে পারে, আপনারা এই ব্যাপারে জরুরি ব্যবস্থা গ্ৰহণ করুন, ভারতকে থামান।' এদিকে পাকিস্তানের জেলে বন্দী ভারতের কুলভূষণ যাদবে-র মামলা শুরু করল পাকিস্তান, ভারতকে চাপে রাখার জন্য এই মামলা। রাষ্ট্ৰপুঞ্জ এই মামলার আৰ্জি খারিজ করে দিয়েছে, কিন্তু তার পরও পাকিস্তান গোঁ ধরে বসে আছে।
কোন মন্তব্য নেই