Header Ads

মিথ্যা অভিযোগ করছেন তরুণ গগৈঃ প্ৰফুল্ল কুমার মহন্ত

অগপ জনগণের সঙ্গে থাকবে, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হতে দেবে না


গুয়াহাটিঃ অসম আন্দোলনের সময় ৮৫৫ জন শহিদের মৃত্যুর জন্য প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্তকে দায়ী করেছেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরnণ গগৈ। আজ সেই অভিযোগের প্ৰতু্যত্তর দিলেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত। তিনি আজ সাংবাদিক সন্মেলনে গগৈর অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তদানীন্তন কেন্দ্ৰীয় কংগ্ৰেস সরকার, প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরnণ গগৈ এবং সরকারি প্ৰশাসন হত্যার জন্য দায়ী ছিলেন। রাজ্যে অগণতান্ত্ৰিক সরকার চাপিয়ে দেওয়া হয়েছিল। তরnণ গগৈর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, এই সব অভিযোগের তথ্য প্ৰমাণ প্ৰকাশ্যে আনুন। তিনি ১৯৫১ সালকে ভিত্তি বছর করার পরিবৰ্তে ১৯৭১ সাল করেছিলেন। কারণ তখন আসু নেতাদের ভোটে দাঁড়ানোর বয়স হয় নি। তরnণ গগৈ-র এই অভিযোগও খণ্ডন করে বলেন, আসু এবং গণসংগ্ৰাম পরিষদের নেতাদের সঙ্গে বসে অসম চুক্তি স্বাক্ষর করেছিলাম। সেখানে ব্যক্তিগত কোনও সিদ্ধান্ত ছিলনা। তাই এই ধরণের অভিযোগের কোনও ভিত্তিই নেই। মহন্ত অভিযোগ করেন, কংগ্ৰেস সরকার ১৯৮৩ সালে জোর করে নিৰ্বাচন চাপিয়ে দিয়েছিল। অগপ কোনও ভাবেই নাগরিকত্ব বিল সমৰ্থন করবে না। এই বিল বিরোধিতায় মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী করনাড সাংমা এবং মিজোরাম সরকার এগিয়ে এসেছে। বিজেপি সৰ্বভারতীয় সভাপতি অমিত শাহ যতই চেষ্টা করnক না কেন অগপ সৰ্বত্ৰভাবে এই বিলের বিরোধিতা করে যাবে। অগপ জনগণের সঙ্গে থাকবে। কোনও দলের ক্ষতি হোক বা লাভ হোক তা তারা দেখবে না। 
অপর দিকে অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আজ অভিযোগ করেছেন, ‘অগপ বিজেরি সঙ্গে পুনরায় সমঝোতা করার জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী করনাড সাংমাকে মধ্যস্থতাকারী হিসাবে কাজে লাগাতে চাইছে। তার কাছে প্ৰস্তাবও পাঠিয়েছে।' বিজেপি রাজ্য সভাপতি রঞ্জিত দাস আজ আবার বলেছেন, অগপ-কে তারা সঙ্গে নেবে না, একাই তারা নিৰ্বাচন লড়বে। আগামী বুধবার অগপর কাৰ্যনিৰ্বাহক কমিটির বৈঠক সেখানেই দলের স্থিতি স্পষ্ট করা হবে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.