বেঁচে থাকুক পৃথিবীর সমস্ত মাতৃভাষা
অসমিয়া সাহিত্যের বিশিষ্ট
লেখিকা শ্ৰদ্ধেয় নিরুপমা বরগোহাঞিয়ের ‘নিজর পরা নিলগত’ বইটির বাংলা অনুবাদ
‘নিজের থেকে দূরে’ করেছেন সাংবাদিক তথা লেখিকা সুপৰ্ণা লাহিড়ী বড়ুয়া।
২০১৮ সালে বাংলাদেশের প্ৰকাশনা সংস্থা সুবৰ্ণ প্ৰকাশক অনুবাদটি বই হিসেবে
বের করেছে। ‘নয়া ঠাহরে’র সহকারী সম্পাদক রিংকি মজুমদার লেখিকার কাছে
বাংলাদেশে কাটানো ভাষা শহিদ দিবসের সেই অনুভূতির কথা জানতে চেয়েছিলেন।
বাংলাদেশে ভাষা দিবসে কাটানো সেই অনুভূতিই ‘নয়া ঠাহরে’র পাঠকদের জন্য তুলে
ধরা হল---
‘আমার ভাইয়ের
রক্তে রাঙানো ২১শে ফেব্ৰুয়ারি।’ অমর ২১য়ের আন্তৰ্জাতিক ভাষা দিবসে যোগ
দিতে ২০১৮ সালে ২১ শে ফেব্ৰুয়ারি বাংলাদেশের ঢাকায় উপস্থিত হয়েছিলাম।
সুবৰ্ণ প্ৰকাশনের আমন্ত্ৰণে। ২০ তারিখ মাঝরাত থেকে পথে নামে মানুষের ঢল।
কেন্দ্ৰীয় শহিদ মিনারের দিকে। খালি পায়ে ফুল হাতে বাংলাদেশের বিভিন্ন
প্ৰান্ত থেকে মানুষ আসেন ভাষা শহিদদের শ্ৰদ্ধা জানাবেন বলে। হাটতে হাটতে
গিয়েছিলাম কাজি নজরুল ইসলামের সমাধি স্থল, শহিদ মিনার, ঢাকা বিশ্ব
বিদ্যালয়, শাহবাগ.. সকলেই হাটছে। সকলেই বলতে চাইছে যে ভাষার জন্যে আমরা
রক্ত দিয়েছি সেই ভাষার চৰ্চাটা আমাদের থাকতে হবে।
হ্যাঁ, আজ সারা বিশ্বে প্ৰতি মিনিটে হারিয়ে যাচ্ছে অনেক মাতৃভাষা। শুধু বাংলা ভাষা নয়, অসমিয়া, বোড়ো, খাসি, রাভা, চাকমা, মাৰ্মা সব ভাষা সাহিত্যিকরা আসুন হাত ধরি। এক জাতি এক ধৰ্ম এক সংস্কৃতির মূল্যবোধে আমাদের দেশ গড়ে ওঠেনি। বহুত্ববাদের দৰ্শনের ভূবন আমাদের। আমরা একইসঙ্গে মাতৃভাষার সন্তান, প্যান ইন্ডিয়ান, তারপর অবশ্যই আন্তৰ্জাতিক।
২১শে ফেব্ৰুয়ারি আমাদের মিছিলে ছিলেন সারা বিশ্ব থেকে আসা সাহিত্যিক, ইতিহাসবিদ, চিত্ৰপরিচালক, সংবাদিক। ২১শে ফেব্ৰুয়ারির সেই মিছিলে হাটার সুযোগ করে দিয়েছিলেন জাহাঙ্গির দা, রেনু ভাবি, উৰ্মি রহমান তাঁদের প্ৰতি জানাই শ্ৰদ্ধা এবং ভালবাসা।
হ্যাঁ, আজ সারা বিশ্বে প্ৰতি মিনিটে হারিয়ে যাচ্ছে অনেক মাতৃভাষা। শুধু বাংলা ভাষা নয়, অসমিয়া, বোড়ো, খাসি, রাভা, চাকমা, মাৰ্মা সব ভাষা সাহিত্যিকরা আসুন হাত ধরি। এক জাতি এক ধৰ্ম এক সংস্কৃতির মূল্যবোধে আমাদের দেশ গড়ে ওঠেনি। বহুত্ববাদের দৰ্শনের ভূবন আমাদের। আমরা একইসঙ্গে মাতৃভাষার সন্তান, প্যান ইন্ডিয়ান, তারপর অবশ্যই আন্তৰ্জাতিক।
২১শে ফেব্ৰুয়ারি আমাদের মিছিলে ছিলেন সারা বিশ্ব থেকে আসা সাহিত্যিক, ইতিহাসবিদ, চিত্ৰপরিচালক, সংবাদিক। ২১শে ফেব্ৰুয়ারির সেই মিছিলে হাটার সুযোগ করে দিয়েছিলেন জাহাঙ্গির দা, রেনু ভাবি, উৰ্মি রহমান তাঁদের প্ৰতি জানাই শ্ৰদ্ধা এবং ভালবাসা।
.... বেঁচে থাকুক সকলের মাতৃভাষা
বেঁচে থাকুক প্ৰতিটি মাতৃ সংস্কৃতি
বেঁচে থাকুক মাতৃত্বের উদার চেতনা।
কোন মন্তব্য নেই