Header Ads

সংশোধনী বিলঃ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করা হবেঃ ডিজিপি-মুখ্যসচিব


গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে রাজ্য জুড়ে সংঘটিত বিক্ষিপ্তভাবে কিছু হিংসাত্মক ঘটনায় উদ্বেগ প্ৰকাশ করে রাজ্য পুলিশ প্ৰধান কুলধর শইকিয়া বলেন, শান্তিপূৰ্ণভাবে গণতান্ত্ৰিক পথে যে কেউ আন্দোলন ও প্ৰতিবাদ করতে পারে। কিন্তু শান্তি সম্প্ৰীতির বিঘ্ন ঘটিয়ে নয়। কেউ যদি আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তবে সেই  আইন ভঙ্গকারী সংগঠন, রাজনৈতিক দলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্ৰহণ করা হবে বলে হুঁসিয়ারি দেন। রাজ্যের মুখ্য সচিব অলোক কুমারও একই  হুঁসিয়ারি দিয়ে বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্ৰহণ করার জন্য পুলিশ প্ৰশাসনকে নিৰ্দেশ দেওয়া হয়েছে। ডিজিপি শইকিয়া বলেন, বৰ্তমান রাজ্য জুড়ে বিল বিরোধী আন্দোলনের পিছনে তৃতীয় কোনও অপশক্তি জড়িয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, তিনসুকিয়া, বিহালী, নলবাড়ির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ডিজিপি শইকিয়া বলেন, কেরালায় এক মসজিদে ইমাম হিসাবে কাজ করা আব্দুল মতিন নামে এক জঙ্গীকে জেরা করার জন্য অসম পুলিশ পশ্চিমবঙ্গের বৰ্দ্ধমান যাবে। বৰ্দ্ধমান বিশ্ববিদ্যালয়ের নাশকতামূলক কাৰ্যকলাপের অভিযোগে অসমের বরপেটার বাসিন্দা আব্দুল মতিন বৰ্তমানে পশ্চিমবঙ্গে হেফাজতে আছে। তিনি জেএমবি-র সক্ৰিয় সদস্য বলে ডিজিপি দাবি করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.