Header Ads

ডিটেনশন ক্যাম্পের আটকাধীন পরিবারগুলির অভিযোগ শুনলেন দেশের বিশিষ্ট মানবাধিকার কৰ্মী হৰ্ষ মন্দার

গুয়াহাটিঃ অসমে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্য জুড়ে তুমুল আন্দোলন চলছে।‘ডি' ভোটার, ডিটেনশন ক্যাম্প, এন আর সি নিয়ে রাজ্যের ধৰ্মীয় এবং ভাষিক সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষদের নানাভাবে হয়রানির সন্মুখীন হতে হচ্ছে। বিনা বিচারে হাজারেরও বেশি সংখ্যালঘু মানুষকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে। ডিটেনশন ক্যাম্পগুলিতে চরম অমানবিকতার অভিযোগ তুলে দেশের বিশিষ্ট মানবাধিকার কৰ্মী হৰ্ষ মন্দার মানবাধিকার কমিশন থেকে আগেই পদত্যাগ করেছেন। আজ গুয়াহাটিতে খারঘুলির ডনবক্স ইনষ্টিটিউট গোয়ালাপাড়া, বরপেটা প্ৰভৃতি জেলা থেকে সংখ্যালঘু মানুষ সমবেত হয়েছিলেন, তাদের অভিযোগ শুনলেন মানবাধিকার কৰ্মী হৰ্ষ মন্দার, অবসরপ্ৰাপ্ত বিচারপতি তথা মানবাধিকার কৰ্মী গোপালা গৌরা এবং মানবাধিকার কৰ্মী কলিন গোঞ্জালবেস। এই ভুক্তভোগী মানুষগুলি সরকারী হেনস্তা নানা অভিযোগ তুলে ধরে বিচারের দাবি জানান। আগামী কালও এই শুনানি চলবে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.