এন আর সিঃ শুনানীর কাজে সহযোগিতার আহবান মুখ্যমন্ত্ৰীর
গুয়াহাটিঃ অসমে আজ থেকে শুরু হয়েছে জাতীয় নাগরিকপঞ্জীর খসড়া তালিকা থেকে বাদ পড়া মানুষদের শুনানী পৰ্ব। রাজ্যের ১৪৩৬ টি কেন্দ্ৰে এই শুনানী পৰ্ব শুরু হয়েছে। দাবি আপত্তির শুনানী জেলা সদরগুলোতে হচ্ছে। এন আর সি ছুট ৪০ লক্ষ ৭ হাজর ৭০৭ জনের মধ্যে এ পৰ্যন্ত ৩৬ লক্ষ ২৮ হাজার দাবি আপত্তির শুনানী শুরু হল। প্ৰায় ২ লক্ষ মানুষ বিভিন্ন জনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। তাদেরকেও নথিপত্ৰ সহ কেন্দ্ৰগুলিতে উপস্থিত থেকে আপত্তির কারণ দৰ্শাতে হবে। এন আর সি কৰ্তৃপক্ষের সিদ্ধান্ত প্ৰতিজন ব্যক্তির নথিপত্ৰ পরীক্ষার পর বায়োমেট্ৰিক পরীক্ষার মুখোমুখী হতে হবে। তাদের হাতের ছাপ, চোখের মণি ইত্যাদির ব্যক্তিগত তথ্য জমা রেখে দেবে এন আর সি কৰ্তৃপক্ষ। ভবিষ্যতে শুনানীতে হাজির হওয়া মানুষগুলো দেশের যে কোনও রাজ্যে গেলেও তাদের শনাক্ত করা সম্ভব হবে। সুপ্ৰীমকোৰ্টে নিৰ্দেশক্ৰমে অসমে জাতীয় নাগরিকপঞ্জীর কাজ চলছে। আগামী ৩১ জুলাইর মধ্যে চূড়ান্ত তালিকা প্ৰকাশ পাবে। ১৫ মাৰ্চে'র মধ্যে শুনানী পৰ্ব শেষ করতে হবে। আজ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল শুনানী ক্ষেত্ৰে সহযোগিতা করার জন্য দাবি আপত্তিকারীদের কাছে অহবান জানিয়েছেন। এই কাজে যাতে কোনও বিশৃঙ্খল সৃষ্টি না হয় তা সুনিশ্চিত করার জন্য মুখ্যসচিব অলোক কুমার এবং রাজনৈতিক বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ প্ৰমুখ বরিষ্ঠ অফিসারদের নিৰ্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, নাগরিকপঞ্জী সুষ্ঠভাবে সম্পন্ন হলে অসম চুক্তির ৫ নম্বর দফা রূপায়ন সম্ভব হবে।
কোন মন্তব্য নেই