পুলওয়ামা হামলার জবাবে কেন্দ্ৰকেও পাল্টা দেওয়ার আহ্বান জানালেন বিজেপির প্ৰদেশ সভাপতি রঞ্জিত কুমার দাস
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের প্ৰতি শুক্ৰবার গভীর শ্ৰদ্ধাঞ্জলি দিলেন বিজেপির অসম প্ৰদেশ সভাপতি রঞ্জিত কুমার দাস। তিনি এই বৰ্বরোচিত ঘটনার তীব্ৰ নিন্দা করে ভারতকেও পাল্টা জবাব হিসেবে ‘সাৰ্জিক্যাল স্ট্ৰাইক’ করতে কেন্দ্ৰের কাছে আহ্বান জানিয়েছেন। পুলওয়ামায় হত শহিদ জওয়ান মহেশ্বর বসুমতারীর তামোলপুরের বাড়িতে গিয়েছেন তিনি। বিজেপির হয়ে নিহত জওয়ানের পরিবারের সদস্যকে সমবেদনা জানান। এদিন বিজেপির হেঙেরাবাড়ির কাৰ্যালয়ে রাজ্য বিজেপির ৩৯ টি সংগঠনিক জেলা এবং ৩০৯ টি সাৰ্কেল অফিসের কৰ্মকৰ্তারা ৪৪টি প্ৰদীপ প্ৰজ্জ্বলন করেন। শহিদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করে ২ মিনিট নীরবতা পালন করেন।
কোন মন্তব্য নেই