Header Ads

বছরের প্রথম বৃষ্টিতেই শিলচর-হাফলং জাতীয় সড়ক ধস নেমে বন্ধ হয়ে পড়েছে

 বিপ্লব দেব হাফলংঃ বছরের প্রথম বৃষ্টিতে শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে। বুধবার রাতের সামান্য বৃষ্টিতেই  শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়কের বান্দরখাল অংশে ধস নেমে জাতীয় সড়কে বৃহস্পতিবার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বৃহস্পতিবার শিলচর-হাফলং-শিলচরের মধ্যে কোনও যানবাহন চলাচল করেনি। বছরের প্রথম বৃষ্টিতেই যদি এভাবে ধস নেমে ৫৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে তাহলে ভারি বর্ষায় এবার শিলচর-হাফলং জাতীয় সড়কে দূর্ভোগ বাড়বে। কারণ হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের বালাছড়া থেকে হারাঙ্গাজাও অংশের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে ধুকছে সড়কটি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে থাকা জাতীয় সড়কের হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা অংশের সড়ক সংস্কারের দায়িত্ব গত দেড় বছর আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তুলে দেয় শিলচরের লক্ষী মটরসের হাতে কিন্তু গত দেড় বছরে সড়ক সংস্কারের কাজ সম্পূর্ণ করতে পারেনি লক্ষী মটরস। আর এই অবস্থা অব্যাহত থাকলে এবারের বর্ষায় শিলচর-হাফলং সড়কের অবস্থা শোচনীয় হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.