Header Ads

উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ১০ কার্যবাহী সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করেন সিইএম দেবোলাল গার্লোসা

 বিপ্লব দেব, হাফলং- বিজেপি শাসিত দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ১০ জন কার্যনির্বাহী সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করলেন পার্বত্য পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা। বৃহস্পতিবার পার্বত্য পরিষদ সচিবালয়ের প্রধান সচিব (নর্মাল) মুকুট কেম্প্রাই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ১০ জন কার্যনির্বাহী সদস্যদের মধ্যে নন্দিতা গার্লোসাকে প্রাথমিক ও উচ্চশিক্ষা প্রত্নতত্ত্ব বিভাগ রামসিয়ামা ডারনেকে দেওয়া হয়েছে মাধ্যমিক ও প্রাপ্তবয়স্ক শিক্ষা বিভাগ। পাউদামিং নৃয়ামেকে দেওয়া পশু চিকিৎসা ও পশুপালন বিভাগ। আমেন্দু হোজাই পেয়েছেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। নম্রথাং মার পেয়েছেন ভূমি সংরক্ষণ খাদ্য ও অসামরিক বিভাগ টাউন এন্ড কানট্রি প্ল্যানিং সহ তথ্য জনসংযোগ বিভাগ। বিশ্বজিৎ দাওলাগাপু পেয়েছেন জলসিঞ্চন জলসম্পদ ও সাংস্কৃতিক বিভাগ। দেবজিৎ বাটারিকে দেওয়া হয়েছে সমাজ কল্যান পূর্ত (বিল্ডিং) ও দুগ্ধ উন্নয়ন বিভাগ। নিপোলাল হোজাই পেয়েছেন শ্রমশিল্প ও পূর্ত (আর এন্ড বি) মাহুর ও রাজস্ব বিভাগ। গলঞ্জ দাওলাগাপুকে দেওয়া হয়েছে রেশম বিভাগ কো-অপারেশন হ্যান্ডলোম টেক্সটাইল লিগ্যাল মেট্রোলজি লাইব্রেরি মিউজাম ও যুব কল্যান বিভাগ। তাছাড়া সিইএম দেবোলাল গার্লোসা তার নিজের হাতে রেখেছেন পূর্ত বিভাগ হাফলং এবং মাইবাং (আর এন্ড বি) কৃষি বন পার্সোনেল জিএডি ও অর্থ বিভাগ। বৃহস্পতিবারই পার্বত্য পরিষদের ১০ কার্যনির্বাহী সদস্য তাদের দপ্তর ও কার্যভার গ্রহণ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.