সন্ত্ৰাস দমনে ভারতের পাশে থাকার আশ্বাস সৌদি যুবরাজের
ছবি, সৌঃ এনডিটিভি
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়া দিল্লিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বুধবার সাক্ষাৎ করলেন সৌদি রাজপুত্র মহম্মদ বিন সলমন। জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যেই দেশে এসেছেন সলমন। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান মোদী। আলিঙ্গনও করেন তিনি। দু দেশের মধ্যে সাইবার নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তা এবং সন্ত্রাস বাদ মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন- ‘সন্ত্ৰাসবাদ আমাদের সকলের শত্ৰু। ভবিষ্যৎ প্ৰজন্মকে সুরক্ষিত করতে আমরা ভারত ও প্ৰতিবেশি দেশগুলিকে সহযোগিতা করব। এ ব্যপারে ভারতের সদৰ্থক ভূমিকার আমরা প্ৰশংসা করি।’ পাকিস্তান হয়ে কাল রাতে ভারতে এসেছেন সৌদি যুবরাজ। সকালে সাংবাদিকদের তিনি বলেন ভারতের সঙ্গে সু সম্পর্ক রাখা আমাদের দীর্ঘ দিনের পরম্পরা। সকালে টুইট করেন মোদীও। তিনি লেখেন, সলমনকে দেশে স্বাগত জানাই। এই সফরের মাধ্যমে দু'পক্ষের সম্পর্ক আরও ভাল হবে।
কোন মন্তব্য নেই