পুলওয়ামা হামলায় শহিদ মনেশ্বর বসুমতারির স্ত্ৰীর সঙ্গে বুধবার দেখা করলেন কংগ্ৰেস পরিষদীয় দলের ডেপুটি নেতা কমলাক্ষ্য দে পুরকায়স্থ। সঙ্গে ছিলেন মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুৰ্মী। বিরোধী দলপতি দেবব্ৰত শইকিয়ার লেখা একটি শোকবাৰ্তা পৌঁছে দেন তাঁরা।
কোন মন্তব্য নেই