জম্মু ও কাশ্মীরের পুলাওয়ামায় হামলার তীব্র নিন্দা জানাল ডিমা হাসাও জেলা কংগ্রেস
বিপ্লব দেব হাফলংঃ জম্মু কাশ্মীরের পুলাওয়ামায় পাকিস্তান মদদ পুষ্ট জৈশ মহম্মদ জঙ্গি সংগঠনের আক্রমনে নিহত ৪০ জন সিআরপিএফ নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাল ডিমা হাসাও জেলা কংগ্রেস। শুক্রবার হাফলং রাজীব ভবনে বৃহষ্পতিবার বিকেলে জম্মু কাশ্মীরে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কংগ্রেস নেতা কর্মীরা শহিদ সিআরপিএফ জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানানো হয়। এদিকে এই ন্যাক্কর জনক জঙ্গি হামলার ঘটনায় নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে হাফলঙের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করা হয়। উল্লেখ্য বৃহষ্পতিবার জম্মু কাশ্মীরে পুলাওয়ামাতে বিকেল সাড়ে তিনটা নাগাদ সিআরপিএফের কনভয়ের উপর আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়।
কোন মন্তব্য নেই