Header Ads

পুলওয়ামায় হামলার ঘটনার তীব্ৰ প্ৰতিবাদ লামডিং কলেজ ছাত্ৰছাত্ৰীদের

স্বপন দাস, লামডিং- জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্ৰাসবাদীদের হামলার ঘটনার প্ৰতিবাদ করল লামডিং কলেজের ছাত্ৰছাত্ৰীরা। শুক্ৰবার লামডিং কলেজের ছাত্ৰ একথা সভা এবং এবিভিপি-র সদস্যরা কলেজের সামনে প্ৰতিবাদ কাৰ্যসূচী পালন করে। ছাত্ৰছাত্ৰীরা সন্ত্ৰাসবাদী নিষিদ্ধ সংগঠন জইশ ই মহম্মদে কুশপুতউল দাহ করে। পুলওয়ামা হামলার ঘটনায় নিহত জওয়ানদের আত্মার শান্তি কামনা করে। এদিন ছাত্ৰছাত্ৰীরা পাকিস্তান মুৰ্দাবাদ ধ্বনিতে উত্তাল করে তোলে লামডিঙের পরিবেশ।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.