এরিকসন মামলায় দোষী সাব্যস্ত অনিল আম্বানি, রায় সুপ্ৰিম কোৰ্টের
ছবি, সৌঃ নিউজ১৮.কম
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ আদালত অবমাননার দায়ে রিলায়েন্স কমিউনিকেশনের চেয়ারম্যান অনিল আম্বানিকে বুধবার দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে চার সপ্তাহের মধ্যে এরিকসন ইন্ডিয়াকে সাড়ে চার শ কোটি টাকা না মিটিয়ে দিলে তিন মাস জেল খাটতে হবে বলেও তাঁকে হুঁশিয়ার করে দিয়েছে শীর্ষ আদালত। নিজের ‘আচরণের' জন্য অনিল আম্বানিকে এক কোটি টাকা আলাদা করে আদালতের রেজিস্ট্রারের কাছেও জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। আদালত মনে করে ইচ্ছাকৃত ভাবে আদালত অবমাননা করেছেন অনিল। আরও কয়েক জনের ব্যাপারেও একই কথা বলেছে সুপ্রিম কোর্ট। সুইডেনের মোবাইল সংস্থা রিলায়েন্সের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে আবেদন করে। এরিকসনের তরফে বলা হয় অনিল আম্বানির রাফাল যুদ্ধ বিমানে বিনিয়োগ করার টাকা আছে কিন্তু তাদের বকেয়া মেটানোর ক্ষমতা নেই এটা কী করে হয়। আদালতের শুনানিতে এরিকসনের তরফে দাবি করা হয় রিলায়েন্স তাদের ৫৫০ কোটি টাকা বাকি রেখেছে। পাল্টা অনীল দাবি করেন, দাদা মুকেশ আম্বানির সংস্থা জিও-র সঙ্গে তাঁর এ সংক্রান্ত চুক্তি হয়নি বলে টাকার জোগানে সমস্যা হচ্ছে। অনিল আম্বানি ছাড়াও আদালত অবমাননার মামলা দায়ের হয় রিলায়েন্সের দুই কর্তা সতীশ শেঠ এবং ছায়া বিরানীর বিরুদ্ধেও। প্রসঙ্গত, রাফাল যুদ্ধ বিমান নিয়ে অনিল আম্বানির সংস্থাকে জড়িয়ে দুর্নীতির অভিযোগ এনেছে বিরোধীরা। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিয়মিত এনিয়ে সরব হন। তাঁর অভিযোগ, অনিলের সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কোন মন্তব্য নেই