Header Ads

ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে আগামিকাল মুক্তি দিচ্ছে পাকিস্তান

 ছবি, সৌঃ পঞ্জাব কেশরী
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ চাপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে পাকিস্তান। ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বৰ্তমানকে আগামিকাল মুক্তি দিচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার পাক সংসদে একথা জানিয়েছেন পাক প্ৰধানমন্ত্ৰী ইমরান খান। আগামিকাল ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরবেন উইং কমান্ডার অভিনন্দন বৰ্তমান। প্ৰসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকেই ভারতীয় পাইলটের মুক্তি নিয়ে সুর নরম করেছে পাকিস্তান। পাক হেফাজতে থাকা পাইলটকে ফেরাতে আলোচনায় রাজি একথা জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্ৰী শাহ মহম্মদ কুরেশি।   ভারত ডসিয়ার দিয়েছে সেকথা মেনে নিয়েছে পাকিস্তান। ভারতের দেওয়া ডসিয়ারের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ডসিয়ারে যে তথ্য রয়েছে তা যদি সত্যি প্ৰমাণিত হয় তাহলে ব্যবস্থা নেবে পাকিস্তান। পাক বিদেশ মন্ত্ৰক সূত্ৰে একথা জানানো হয়েছে। মোদির সঙ্গে কথা বলতে চান পাক প্ৰধানমন্ত্ৰী ইমরান খান, জানিয়েছেন পাক বিদেশমন্ত্ৰী শাহ মহম্মদ কুরেশি। বুধবার পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়ে ভারতীয় পাইলটের যুদ্ধবিমান মিগ ২১। ভারতীয় বাসুয়েনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান পাক সেনার হেফাজতে রয়েছেন। এই ঘটনার পর সেই পাইলটের মুক্তির দাবিতে সরব হয়েছে গোটা দেশ। ভারত থেকে কোনও ধরনের সমঝোতা ছাড়া অক্ষত অবস্থায় ওই পাইলটকে গদেশে ফিরিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। একটি সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমের একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, শান্তিপ্রক্রিয়ায় ভারতের প্রথম প্রায়োরিটি হল উইং কম্যান্ডার অভিনন্দন বৰ্তমানের মুক্তি। সেই বার্তাই বার বার দেওয়া হয়েছে পাকিস্তানকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.