তিনসুকিয়ায় প্রচণ্ড শিলাবৃষ্টিতে রাস্তাঘাটে যানবাহন চলাচল স্তব্ধ
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ তিনসুকিয়া জেলাতে প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে রবিবার বিপর্যস্ত হয় স্বাভাবিক জনজীবন। বৃষ্টিতে রাস্তা-ঘাটে যানবাহন চলাচল স্তব্ধ হয়। শিলা বৃষ্টির ফলে ৫২ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়। ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। প্রচন্ড বর্ষণের ফলে শাক সবজির বহু ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টির ফলে রাস্তাঘাট সাদা হয়ে গেছে । বাড়ির ছাদেও জমেছে শীল। ফলে হঠাৎ করে আবহাওয়া ফের একবার ঠান্ডা হয়ে গিয়েছে। অন্যদিকে, আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের আবহাওয়ার পূর্বাভাস অনুসারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তিনসুকিয়া, ডিব্রুগড়, ধেমাজি জেলাতে প্রায় ৫০ কিলোমিটার বেগে চলতে পারে বাতাস। ফলে আগামী দিনে বৃষ্টির ফলে ঠান্ডা বেশী হবে বলে অনুমান করা হচ্ছে।
কোন মন্তব্য নেই