Header Ads

আত্মঘাতী জঙ্গি হামলায় জম্মু ও কাশ্মীরে শহিদ ৪৪ জওয়ান

ছবি, সৌঃ এএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, পুলওয়ামাঃ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবার দুপুরে আত্মঘাতী জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৪ সিআরপিএফ জওয়ানের। গুরুতরভাবে জখম হয়েছেন আরও বহু জওয়ান। বিস্ফোরণের পর এলাকায় গুলির লড়াই চলে। জইশ-ই-মহম্মদ ঘটনার দায় স্বীকার করেছে। সিআরপিএফ সূত্রে খবর, শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে এদিন সিআরপিএফ-এর একটি কনভয় যাচ্ছিল। কনভয়ে ৭০টি ভ্যান ছিল। সেই সময়ে ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি স্করপিও গাড়ি নিয়ে এক জঙ্গি কনভয়ের একটি ভ্যানে ধাক্কা মারে। তারপরই বিস্ফোরণ হয়। ২০১৬ সালে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৮ জন জওয়ান শহিদ হয়েছিল। সেই ঘটনার পর ভারতীয় সেনার তরফে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালানো হয়। উরির পরে ফের এদিন কাশ্মীরে এত বড় হামলা চালাল জঙ্গিরা। আত্মঘাতী হামলার পর দক্ষিণ কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। শ্রীনগর জেলায় ইন্টারনেটের স্পিড কমিয়ে 2G করা হয়েছে। জম্মু-কাশ্মীরের রাজ্যপালের উপদেষ্টা কে বিজয় কুমার বলেন, ‘ এআইএ এই হামলার তদন্ত করবে।’ পাশাপাশি, এই হামলা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.