কোর্টে বিসংগতি, খেলতে মানা করলেন সাইনা নেহওয়াল
গুয়াহাটিঃ শুরু হয়েছে সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ। বৃহস্পতিবার নেহেরু স্টেডিয়ামের তরুণ রাম ফুকান ইন্ডোর হলে প্রি কোয়ার্টার মেচ চলছিল এতে প্রতিভাবান খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। তারা নিজের পারদর্শিতা প্রদর্শন করবেন। বৃহস্পতিবার কোর্টের বিসংগতি জন্য না খেলার সিদ্ধান্ত নেন সাইনা ।কোর্টের বিসংগতি দেখিয়ে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি খেলবেন না। ওদিকে একই কোর্টে সাইনার পূর্বে খেলেছিলেন তারকা পিভি সিন্ধু।তিনি ফাইনাল খেলাতে তার স্থান নিশ্চিত করতে সক্ষম হয় ।সাইনার এই সিদ্ধান্তে বিবাদের সৃষ্টি হয় ।তার প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রি কোয়ার্টার ফাইনালের শ্রুতি মন্দাদার সাথে ছিল।কিন্তু সাইনা কোর্ট দেখেই স্পষ্ট বলে দিলেন যে তার অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশীপ অতি নিকটে তাই এ কোর্টে খেলে তিনি কোন রিক্স উঠাতে চাননা।খবর পেয়ে ভারতীয় ব্যাডমিন্টন সংঘের অধিকারীরা মামলা ঠিক করার জন্য চলে আসেন। পরে বিএআইএর অধিকারী সাইনাকে বিকেলে খেলার জন্য মানিয়ে নেন। ওদিকে সাইনার স্বামী ও খেলোয়াড় পারুপল্লী কশ্যপ বলেন যে স্থানে পিবি সিন্ধু খেলেছিল খেলার পর সেই স্থান থেকে একটা তক্তা বের হয়ে যায় পরে সেটাকে পরে ঠিক করা হয়েছে। আর পি ভি সিন্ধু সকালে এই কোর্টের মধ্যে ম্যাচ খেলে জয়ী হয়েছিলেন। ওদিকে ভারতীয় ব্যাডমিন্টন সেক্রেটারী ও রাশিদ বলেন যে কোর্টের দুই জায়গায় একটু অসমান হয়ে গেছে যেন তার জন্য খেলোয়াড়রা সেখানে খেলতে মানা করেছেন যদিও খুব তাড়াতাড়ি এটা কি ঠিক করে নেওয়া হবে।
কোন মন্তব্য নেই