Header Ads

সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নের মহিলা শাখায় জয়ী সাইনা নেহওয়াল

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ গুয়াহাটিতে অনুষ্ঠিত সিনিয়ার ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলা শাখায় চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল । পিভি সিন্ধুকে ২১/১৮/ ২১/ ১৫ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সাইনা। প্ৰসঙ্গত, গত বছরেও এই খেলায়  চ্যাম্পিয়ন হয়েছিলেন সাইনা। নেহেরু স্টেডিয়ামের দেশভক্ত তরুণরাম ফুকন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। বৰ্তমানে গুয়াহাটিতে  চলছে ৮৩ সংখ্যক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ।যেখানে বৃহস্পতিবার সেমিফাইনালে পিভি সিন্ধু অসমের খেলোয়াড় অস্মিতা চালিহাকে  পরাস্ত করে ফাইনালে প্রবেশ করেছিলেন।সিন্ধু অস্মিতাকে ২১/২০/২২/২০ব্যবধানে পরাস্ত করে ফাইনালে প্রবেশ করেন। ওদিকে  প্রতিদ্বন্দী সিন্ধুকে হারিয়ে ফাইনালে প্ৰবেশ করেন  সাইনা। শনিবার দুপুর বেলা থেকে শুরু হয়েছিল ফাইনাল ম্যাচটি ।যেখানে পিভি সিন্ধুকে হারিয়ে চ্যাম্পিয়ন হন সাইনা নেহওয়াল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.