দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ পুলওয়ামা হামলার প্ৰতিবাদে এবং শহিদ সেনাদের শ্ৰদ্ধা জানাতে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্ৰেডাৰ্স-এর ডাকা ভারত ব্যবসা বনধ-এর প্ৰভাব পড়েছে গুয়াহাটিতেও। বনধের জেরে সোমবার মহানগরের সমস্ত ব্যবসা বাণিজ্য স্তব্ধ ছিল। তাই এদিন সকাল থেকেই মহানগরের এটি রোড, জিএস রোড, এইচবি রোডের সমস্ত শপিং মল, ব্যবসা প্ৰতিষ্ঠানগুলি বন্ধ ছিল। বনধের সমর্থন জানিয়েছে অসম চেম্বার অব কমার্স। ফলে জায়গায় জায়গায় বনধের ব্যাপক প্রভাব পড়েছে। এদিন সকাল পাঁচটা থেকে বনধ শুরু হয়। রাজধানী গুয়াহাটির ব্যবসায়িক প্রাণকেন্দ্র ফ্যান্সি বাজার, পানবাজার, দিসপুর, মালিগাঁও, উলুবারি সমেত বিভিন্ন জায়গার সমস্তত দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এদিন দেশের প্ৰায় ৭ লক্ষ ক্ষুদ্ৰ ব্যবসায়ী বনধে সামিল হয়েছেন।
কোন মন্তব্য নেই