পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের স্মৃতিতে সর্বাত্মক বন্ধ ডিমা হাসাও জেলায়
বিপ্লব দেব হাফলংঃ জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-র কনভয়ে আত্মঘাতী হামলার পর থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সমগ্র ভারতবাসী। তাই গোটা দেশের সঙ্গে সঙ্গে সোমবার ডিমা হাসাওয়েও বন্ধ ছিল সমস্ত ব্যবসায়িক প্ৰতিষ্ঠান। হাফলং শহরে এদিন সকাল ৫ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১২ ঘন্টার জন্য মার্চেন্ট
অ্যাসোসিয়েশন শহরের সব ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এদিকে বীর শহিদদের
স্মৃতিতে ডিমা হাসাও জেলার ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের ব্যবসায়িক
প্রতিষ্ঠান বন্ধ রাখেন সোমবার। প্ৰসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের
পুলওয়ামায় পাক মদত পুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-এ মহম্মদের আত্মঘাতী
আক্রমনে সিআরপিএফ-র ৪০ জনেরও বেশি জওয়ান শহিদ হন। তারপর থেকেই প্রতিবাদের ঝড় উঠেছে সমগ্ৰ দেশে। দেশবাসী একজোট হয়ে এই নারকীয় ঘটনার জন্য ভারত সরকারের কাছে
যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে।
কোন মন্তব্য নেই