Header Ads

পুলওযামায় শহিদ সেনাদের শ্ৰদ্ধাৰ্ঘে তুরায় মোমবাতি মিছিল

অরূপ নাগের তোলা ছবি
পুলওয়ামায় হামলার প্ৰতিবাদে এবং শহিদ সেনাদের শ্ৰদ্ধা জানাতে সোমবার রাতে তুরা প্যারেড গ্ৰাউন্ড থেকে শুরু করে সিআরপিএফ হেড কোয়াৰ্টার পৰ্যন্ত মোমবাতি মিছিল বের করেন তুরাবাসী। ডিসি এসপি সহ প্ৰায় ১০০০০ মানুষের ভিড় হয় এই মিছিলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.