লামডিংয়ে ৩ রোহিঙিয়া আটক
স্বপন দাস, লামডিংঃ রবিবার লামডিং রেল ষ্টেচনে তিন জন রোহিঙিয়া আটক করল স্থানীয় লোকজন। তারপর এদের লামডিং রেল পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। অটকাধীন তিন জন রোহিঙিয়ার নাম সনসু আলম, সবির আহেমদ এবং মহম্মদ সমছু আলম। অটকাধীন ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের কাছ থেকে আরবী ভাষায় লেখা বহু নথিপত্ৰ এবং ব্যানার উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, এই তিন জনের দল বাৰ্মা থেকে মায়ানমার হয়ে ভারতের হায়দরাবাদ হয়ে অসমে ঢোকে এবং লামডিংয়ে এসে উপস্থিত হয়। লামডিং রেল পুলিশ তদন্ত শুরু করেছে। তাদের কাছ থেকে আরবী ভাষায় ভারতের বিভিন্ন মসজিদে প্ৰায় ১৩টি নথিপত্ৰ উদ্ধার করা হয় বলে জানা যায়। এই ঘটনায় গোটা লামডিংয়ে চঞ্চল্য সৃষ্টি করেছে।
কোন মন্তব্য নেই