Header Ads

বঙ্গাইগাঁওয়ে বিলাসী রেলওয়ে কারখানার শিলান্যাস

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ নিউ বঙ্গাইগাঁওয়ে সোমবার কেন্দ্রীয় রেলমন্ত্রী রাজেন গোঁহাই রেলওয়ে এলজিবিআই অর্থাৎ বিলাসী কোচ নির্মাণ কারখানা শিলান্যাস করেন। ১০৬ কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হচ্ছে এই কারখানাটি। এ প্রসঙ্গে মন্ত্রী রাজেন গোঁহাইয়ের আশা- যে এই কাজটি সম্পন্ন হলে অসমের অনেক উন্নয়ন হবে। এই কারখানাটিতে বছরে ১২০টি কোচ নির্মাণ করা যাবে। অনুষ্ঠানে তিনি আরও বলেন- এই বিলাসী কোচ নির্মাণ কারখানা স্থাপন করার সঙ্গে সঙ্গে রাজ্যে বেকার যুবক যুবতীদের কর্মক্ষেত্রে কাজের সুযোগের ক্ষেত্রটি প্রসারিত হবে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে দূরপাল্লার ট্রেনের কোচগুলি বিলাসী কোচে পরিবর্তন করার কথা চিন্তা ভাবনা করছে। এতে যাত্রীদের সুবিধা হবে এছাড়াও যাত্রীরা সুরক্ষিতও থাকবে। আগামী ২০২০ সালে এই কোচ নির্মাণ কারখানা সম্পূর্ণ হয়ে ওঠার কথা। এই অনুষ্ঠানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়ের সাথে রেলের বহু উচ্চ অধিকারিকরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.