Header Ads

কাজিরঙায় আবার গণ্ডার হত্যা

ফাইল চিত্ৰ

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় উদ্যান কাজিরঙায় আবার গণ্ডার হত্যা। বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্যর হাজার প্ৰতিশ্ৰুতি সত্বেও গণ্ডার হত্যা বন্ধ করা যাচ্ছে না। গত কাল কাজিরঙার আগরতলি এলাকায় পূৰ্ণবয়ষ্ক এক গণ্ডারকে হত্যা করে চোরা শিকারীরা খড়্গ টি কেটে নিয়ে পালায়। আজ ভোরে বনকৰ্মীরা ঘটনাস্থলে রাইফেলের খালি কাৰ্তুজ পড়ে থাকতে দেখে। স্নিফার ডগ নিয়ে এসে চোরা শিকারীদের সন্ধানের চেষ্টা হয়। কিন্তু কাউকে করায়ত্ব করা যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.