Header Ads

বিশিষ্ট সমাজসেবী রাধাপদ দত্তের জীবনাবসান

গুয়াহাটিঃ বরাক উপত্যকার শিলচরের ফকিরাটিলার বিশিষ্ট সমাজসেবী রাধাপদ দত্ত মঙ্গলবার উত্তর প্ৰদেশের পশ্চিম নয়ডাস্থিত নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্ৰয়াত রাধাপদ দত্ত ১৯৯৪ সালে মধ্য অসমের তেজপুর জোনের কৰ্ম বিনিয়োগ কেন্দ্ৰের ডেপুটি ডিরেক্টর পদে ছিলেন। সুদীৰ্ঘ ৩৭ বছর চাকরি জীবনে তিনি বরাক-ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। রাধাপদ দত্ত কাছাড় জেলার বনবাসী কল্যাণ আশ্ৰমের সাধারণ সম্পাদক পদেও ছিলেন। জ্যেষ্ঠ পুত্ৰ প্ৰয়াত মনোজ কৃষ্ণ দত্ত আসাম বিশ্ববিদ্যালয়ের জয়েণ্ট রেজিষ্ট্ৰার পদে ছিলেন। তার কণিষ্ঠ পুত্ৰ রত্নজ্যোতি দত্ত বৰ্তমানে দিল্লীভিত্তিক আন্তৰ্জাতিক পৰ্যায়ে সাংবাদিকতায় জড়িত। রাধাপদ দত্তের স্ত্ৰী অৰ্পনা দত্ত আগেই প্ৰয়াত হয়েছেন। বিশিষ্ট সমাজসেবী রাধাপদ দত্তর মৃত্যুতে প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী কবীন্দ্ৰ পুরকায়স্থ, মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য, ডাঃ রাজদ্বীপ রায়, কৌশিক রায়, শেখর দে, যুগশঙ্খ-র কৰ্ণধার বিজয় কৃষ্ণ নাথ, বিধায়ক দীলিপ কুমার পাল প্ৰমুখ শোক প্ৰকাশ করেছেন। তাঁর মৃত্যুতে শিলচরে গভীর শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.