Header Ads

মেঘালয় দিবস পুরস্কার ২০১৯

অরুপ নাগঃ তুরা
মেঘালয় মন্ত্রিসভা আজ মেঘালয় দিবস পুরস্কার ২০১৯ জন্যে অ্যাডভাইজারি কমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নলিখিত ব্যক্তিত্বের নাম অনুমোদন করেছে। আর্টস অ্যান্ড কালচারের  ইউ টিরোট সিং পুরস্কারের জন্য ড০ পি নংত্দু  জৈন্তিয়া ইস্টার্ন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। তিনি অনেক বই লিখেছেন। গারো পাহাড়ের উপজাতীয়দের অবস্থার আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য পিএ টোগান সাংমা পুরস্কার পাচ্ছেন তুরা ডায়োসিজের প্রাক্তন বিশপ জর্জ মামালাসারি। ইউকিয়াংনোনগবা পুরস্কার পাচ্ছেন খেলার জন্য ইউজিন কে মারাক। তিনি টাইকোন্ডোতে ৫ তম ড্যান ব্ল্যাক বেল্ট ও কোচ। সম্প্রতি নেপালের এশিয়ান  তেইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.