মেঘালয়ের খনিতে ১ মৃতদেহের শনাক্ত ভারতীয় নৌ বাহিনীর
ছবি, সৌঃ শিলং টাইমস
- মেঘালয়ের কয়লা খনি দুৰ্ঘটনা
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ মেঘালয়ের পূৰ্ব জয়ন্তীয়া পাহাড়ে অবৈধ কয়লা খনিতে আটকে পড়া ১৫ জন শ্ৰমিককে গত এক মাসেরও বেশি সময় ধরে খোঁজা হচ্ছে। অবশেষে ১৫ জনের মধ্যে একজনের মৃতদেহের খোঁজ মিলল। মৃতদেহটি শনাক্ত করেছে ভারতীয় নৌ বাহিনী।নৌবাহিনীর মুখপাত্র মৃতদেহ শনাক্ত করার কথা ট্যুইট করে নিশ্চিত করেছেন। মৃতদেহটি পাওয়া গিয়েছে অবৈধ কয়লা খনি যাকে ‘র্যাট হোল’ বলা হচ্ছে সেই গৰ্তের প্ৰায় ২১০ ফুট গভীরে। পূৰ্ব জয়ন্তীয়া পাহাড়ে যেখানে কয়লা খনি রয়েছে তার চারদিকটি গাছপালায় ভরা। পাশে থাকা নদীর জল কয়লার খনিতে লিক করে ঢুকে পড়লে অ্যাতো বড় দুৰ্ঘটনাটি ঘটে। ১৩ ডিসেম্বর এই ঘটনাটি ঘটে। এরপর লাগাতার চলছে উদ্ধার অভিযান। ভারতীয় নৌ বাহিনী, হায়দরাবাদের জিওফিজিক্যাল রিসাৰ্চ ইন্সটিটিউট, কোল ইন্ডিয়া লিমিটেড, চেন্নাইয়ের প্ল্যানিস টেকনোলজিস, ওরিশার দমকল বাহিনী, কিৰ্লোস্কার ব্ৰাদার্স লিমিটেড সহ কেন্দ্ৰীয় সরকারের হস্তক্ষেপে কয়লা খনিটিতে অত্যাধুনিক যন্ত্ৰপাতি নিয়ে চলছে উদ্ধার অভিযান। চলছে খনি থেকে জল বের করার কাজ। এর জন্য সুপ্ৰিম কোৰ্ট মেঘালয় সরকারকে উদ্ধার কাজে নিয়োজিত দলকে সব ধরনের সহযোগিতার নিৰ্দেশ দিয়েছে। প্ৰসঙ্গত, অবৈধ ওই কয়লা খনিটিতে খোদাই কাজ করার সময় মোট ২০জন শ্ৰমিক আটকে পরেছিল। তাদের মধ্যে ৫ জন সেখান থেকে সৌভাগ্যবশত বের হতে সক্ষম হয়। বাকি ১৪ জনের দেহের খোঁজ এখনও চলছে।
কোন মন্তব্য নেই