Header Ads

ছয় জনগোষ্ঠীকে তফশিল অৰ্ন্তভুক্ত করার কেন্দ্ৰের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল রাজ্যের ছয় জনগোষ্ঠী মরান, মটক, কোচরাজবংশী, তাই আহোম, সুতিয়া, সাঁওতালকে তফশিল ভুক্ত করার কেন্দ্ৰীয় সরকারে সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন। এক প্ৰেস বিবৃতিতে তিনি বলেন- অসমের (খিলঞ্জিয়া) ভূমিপুত্ৰদের রক্ষাকবচ দিতে কেন্দ্ৰীয় কমিটি গঠন করা হয়েছে। এবারে ছয় জনগোষ্ঠীকে তফশিল অন্তৰ্ভুক্ত করতে প্ৰধান মন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর নেতৃত্বে কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভার সিদ্ধান্ত ইতিহাস গড়ল। এর আগে কোনও সরকারই অসমের খিলঞ্জিয়া মানুষের স্বাৰ্থে কেন্দ্ৰীয় কেবিনেট এমন দূরদৰ্শী সিদ্ধান্ত নেয়নি। কেন্দ্ৰের এই বলিষ্ঠ পদক্ষেপ অসমের খিলঞ্জিয়ার জাতি সত্তাকে নীতিগতভাবে রক্ষা করবে সেইসঙ্গে স্থানীয়দের স্বকীয়তা রক্ষা করবে বলে মত প্ৰকাশ করেছেন তিনি। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.