Header Ads

ত্ৰিপুরাতে বনধে বিক্ষিপ্ত ঘটনা, ব্যহত ইন্টারনেট পরিষেবা

নয়া ঠাহর প্ৰতিবেদন, আগরতলাঃ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বাতিলের প্ৰতিবাদে ত্ৰিপুরাতেও মঙ্গলবার বনধের সৰ্বাত্মক প্ৰভাব পড়েছে। নেসোর ডাকা বনধে সারা দিয়ে অংশগ্ৰহণ করলে পশ্চিম ত্ৰিপুরায় এদিন ছয় জন প্ৰতিবাদকারী গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে বলে সোশিয়্যাল মাধ্যমে গুজব ছড়িয়েছে। এই ঘটনার প্ৰেক্ষিতে যাতে জাল খবর সোশ্যাল মাধ্যমে না ছড়ায় এবং রাজ্যে আইন শৃঙ্খলা বজিয়ে রাখতে সেখানে আগামী ৪৮ ঘন্টার জন্য মোবাইল পরিষেবা, ইন্টারনেট, এসএমএস-এর মাধ্যমে বাৰ্তা দেওয়ার মাধ্যম সমস্ত কিছু স্থগিত রাখা হয়েছে। ফলত সংবাদ মাধ্যমেও বিস্তারিত খবর জানা যাচ্ছে না। সংবাদ মাধ্যম ‘দ্য নৰ্থইস্ট টুডে’র সূত্ৰে এ খবর জানা গিয়েছে। প্ৰসঙ্গত, উত্তরপূৰ্বাঞ্চল বনধ সমৰ্থকদের মধ্যে ত্ৰপুরার স্থানীয়  সংগঠন ওয়াইআইপিএফটি, আইএনপিটি, টিএসএফ, এটিআইএস-এর সদস্যরাও জড়িত ছিল। এদিন বেলা ৩টে নাগাদ গুলিবিদ্ধ হয় প্ৰতিবাদকারীরা। তাদের নাম হচ্ছে  ক্ৰমে সুরজিৎ দেববৰ্মা (১৮), শংকর দেববৰ্মা(২৯), পোহার দেববৰ্মা (২২), রবি কুমার দেববৰ্মা(২৪), ললিত মোহন দেববৰ্মা(৪০) এবং অ্যান্থোনি দেববৰ্মা। এ ঘটনার পর সাড়ে ৩টে নাগাদ তাদের স্থানীয় জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মেঘালয়ের ছাত্ৰ সংগঠন যা নেসো-র অন্যতম শরিক দল কেএসইউ-র সাধারণ সম্পাদক ডোনাল্ড থাবা এই হিংসাত্মক ঘটনার তীব্ৰ নিন্দা করেছেন।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.