Header Ads

ইউডিএএন প্ৰকল্পের অধীনে গুয়াহাটি থেকে বাংলাদেশের ঢাকায় এই প্ৰথম আন্তৰ্জাতিক বিমান

 ছবি, সৌঃ জি প্লাস
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ ভ্ৰমণ পিপাসুদের জন্য সুখবর। ভারত সরকারের বায়ু পরিষেবা ‘উড়ে দেশ কা আম নাগরিক’ (ইউডিএএন)- প্ৰকল্পের অধীনে খুব শীঘ্ৰই গুয়াহাটিবাসী বিমানে করে বাংলাদেশের ঢাকায় যেতে পারবেন। আর এই যাত্ৰায় বিমানের টিকিটে মাথাপিছু খরচ পরবে ৩ হাজারেরও কম। অসমের বিমান বাহিনীর উচ্চ পৰ্যায়ের এক আধিকারিকের কাছ থেকে জানা গিয়েছে বিশেষ করে গুয়াহাটিতে আন্তৰ্জাতিক ফ্লাইটের জন্য প্ৰয়োজনীয় তহবিল রয়েছে। রাজ্য সরকার গুয়াহাটি-ঢাকা এবং গুয়াহাটি-ব্যাংকক রুটে ফ্লাইটের জন্য ক্ৰমে ২,৩৭০ এবং ৪,৪০০ টাকা ভৰ্তুকি দেবে। আগামী মাৰ্চের মধ্যেই কেন্দ্ৰ আন্তৰ্জাতিক ফ্লাইটের ইউডিএএন প্ৰকল্পটি চূড়ান্ত করবে বলে জানা গিয়েছে।     

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.