Header Ads

পার্বত্য পরিষদের ভোট প্রচার অভিযানের শেষ দিনে খেপ্রে, উমরাংশুতে বিজেপির হয়ে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী

বিপ্লব দেব, হাফলং- উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের প্রচার অভিযানের শেষ লগ্নে ডিমা হাসাও জেলায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যের অর্থ ও পূর্ত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী পিযুশ হাজরিকা। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল প্রথমে পার্বত্য পরিষদের ওয়াজো আসনের খেপ্রে ও পরিষদের গরমপানি আসনের বিজেপি প্রার্থীর হয়ে উমরাংশুতে নির্বাচনী জনসভায় অংশ নেন। পাহাড়ি জেলার উন্নয়নের স্বার্থে বিজেপিকে জয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিন তনি উমরাংশুতে নির্বাচনী জনসভায় বলেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান ‘সব কা সাথ, সব বিকাশে’র নীতিই বিজেপির লক্ষ্য। মুখ্যমন্ত্রী জনসভায় প্রতিশ্রুতি দিয়ে বলেন- রাজ্য সরকার উমরাংশু লংঙ্কা পূর্ত সড়ক নির্মাণ করার পদক্ষেপ নিয়েছে। তা ছাড়া উমরাংশুর প্রাকৃতিক সৌন্দর্য্যকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে দেশের মধ্যে এক বিশাল পর্যটন কেন্দ্র স্থল হিসেবে গড়ে তুলতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্র ও রাজ্য সরকার ৫০০ কোটি টাকা ব্যয় করে উমরাংশুতে এসিএস সেন্টার স্থাপন করা হবে। তাছাড়া শিক্ষা ও স্বাস্থ্য এবং কর্ম সংস্থাপনের স্কিল ডেভলপম্যান্ট ও উমরাংশু অঞ্চলের মানুষের মৌলিক সমস্যা সমাধানে সচেষ্ট থাকবে সরকার। তাই পাহাড়ি জেলার সার্বিক বিকাশে পার্বত্য পরিষদের নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান জেলাবাসীর প্রতি মুখ্যমন্ত্রী। অন্যদিকে গুঞ্জুং ও দিহাঙ্গী আসনে রাজ্যের অর্থ ও পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী জনসভায় উন্নয়নের নিরিখে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে হারাঙ্গাজাওয়ে এক নির্বাচনী জনসভায় রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পিযূশ হাজারিকা বলেন- কার্বি-আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের মত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে কংগ্রেস ও অগপ দল হিন্দু খ্রিস্টান কার্ড খেলার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় কংগ্রেস অগপ প্রচার চালাচ্ছে বিজেপি জয়ী হলে একটি ও চার্চ থাকবেনা এধরনের মিথ্যা প্রচার চালিয়ে হিন্দু এবং খ্রিস্টানদের মধ্যে বিভাজনের সৃষ্টি করতে চাইছে। তিনি বলেন- ডিমা হাসাও জেলায় বসবাসরত ডিমাসা জেমি মার বাঙালি সবাই ভাতৃত্ববোধ বজায় রেখে বসবাস করে আসছে। পিযুশ হাজারিকা বলেন- হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস ডাক্তার প্রদান করা হবে তাছাড়া শিলচর-সৌরাষ্ট্র ইস্ট -ওয়েষ্ট করিডোর চারলেন রাস্তা আগামী দুই বছরের মধ্যে সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী পিযুশ হাজারিকা। অন্যদিকে, লাংটিং আসনের অগপ প্রার্থী দেবজিৎ থাওসেনের হয়ে অগপ-র রাজ্য সভাপতি অতুল বরা নির্বাচনী প্রচার অভিযানে অংশ নেন। এদিকে, এদিন বিকেল ৫টায় পার্বত্য পরিষদের নির্বাচনের প্রচার অভিযান শেষ হয়। ১৯ জানুয়ারি পরিষদের ২৮ টি আসনের ভোট নেওয়া হবে। বৃহস্পতিবার পরিষদের ৭৫টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃহস্পতিবার লামডিংয়ের একটি প্রিন্টিং প্রেসে হাতিখালি আসনের জন্য নকল ব্যালট পেপার স্ট্যাম্প উদ্ধার করার ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। এনিয়ে হাতিখালি আসনের নির্দল প্রার্থী দীবেশ লাংথাসা লামডিং থানায় একটি এজাহার দাখিল করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.