জ্যোতিপ্ৰসাদ আগরওয়ালার আদৰ্শে অসমকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবেঃ মুখ্যমন্ত্ৰী
শিল্পী দিবসে বৃহস্পতিবার মঙ্গলদৈয়ের জেলা গ্ৰন্থাগার প্ৰেক্ষাগৃহে অসমের বিশিষ্ট সংগীত শিল্পী যজ্ঞ বেজবরুয়া এবং প্ৰশান্ত কুমার বরদলৈয়ের হাতে ২০১৯ সালের শিল্পী পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল।
নয়াঠাহর প্ৰতিবেদন, মঙ্গলদৈঃ জ্যোতিপ্ৰসাদ আগরওয়ালার আদৰ্শে অসমকে শক্তিশালি হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। শিল্পী দিবস উপলক্ষে বৃহস্পতিবার মঙ্গলদৈয়ের জেলা গ্ৰন্থাগার প্ৰেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল একথা বলেন। তিনি আরও বলেন- জ্যোতিপ্ৰসাদের শান্তি, সমন্বয় এবং ভাতৃত্ববোধের আদৰ্শকে অনুসরণ করে আমাদের মধ্যে সমন্বয়ের সুতোকে আরও বেশি শক্তিশালি করতে হবে। তখনই এই শিল্পীকে প্ৰকৃত শ্ৰদ্ধাঞ্জলি দেওয়া হবে। এদিনের শিল্পী দিবস অনুষ্ঠানে অসমের বিশিষ্ট সংগীত শিল্পী যজ্ঞ বেজবরুয়া এবং প্ৰশান্ত কুমার বরদলৈয়ের হাতে ২০১৯ সালের শিল্পী পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্ৰী। পুরস্কারে একটি শংসাপত্ৰ, শরাই, অংগবস্ত্ৰ এবং ২ লক্ষ টাকার চেক রয়েছে। অনুষ্ঠানে নাগরিকত্ব সংশোধনী বিল প্ৰসঙ্গ উত্থাপন করে সকলকে যুক্তি সহকারে বিচার বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী।
কোন মন্তব্য নেই