Header Ads

অসমে ডাইনী অপবাদে নিজের মা বাবাকে খুন করল ছেলে

নয়াঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ ডাইনী অপবাদে নিজের মা বাবাকে খুন করল ছেলে। অসমের বাসুগাঁওয়ের ঘটনা। উরুকার রাতে বাসুগাঁওয়ের রুনুখাতা নরেশ সূত্ৰধর তার মা বাবাকে হত্যা করে আই নদীর ধারে নিয়ে গিয়ে এক জঙ্গল পুঁতে দেয়। নরেশকে গ্ৰফতার করার পরে সে স্বীকার করেছে, তার মা বাবা ডাইনী। যার জন্য বছরখানেক ধরে আশেপাশের কারও রোগ ছাড়ছে না। তাই বাবা লেকু এবং মা লেথেরুকে সূত্ৰধরকে হত্যা করেছে সে। এই ঘটনায় ৮ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। অন্ধ ও কুসংস্কারের বশবৰ্তী হয়ে এই ঘটনা হয়েছে বলে পুলিশ জানাচ্ছে। প্ৰসঙ্গত, অসম বিধানসভায় ডাইনী বিরোধী বিল উত্থাপন করা হয়েছিল কিন্তু রাজ্যে এ নিয়ে সচেতনতা গড়ে ওঠেনি। তারই পরিণতিতে উরুকার রাতে হল এই ঘটনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.