Header Ads

মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল অসমের স্বাৰ্থ পরিপন্থী কাজ করবেন নাঃ রাম মাধব

অগপ মন্ত্ৰীদের পদত্যাগ বিবেচনা করার আহবান জানালেন বিজেপি সাধারণ সম্পাদক

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰতিবাদ করে শরিক দল অগপ সৰ্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন বিজেপি সরকার থেকে সমৰ্থন প্ৰত্যাহার করার পরও তিন মন্ত্ৰী কেশব মহন্ত, অতুল বরা, ফণি ভূষণ চৌধুরীর পদত্যাগ পত্ৰ মুখ্যমন্ত্ৰীর টেবিলেই থেকে গেছে। রাজ্যপালের কাছে পৌঁছায় না। অপর দিকে বিজেপির রাষ্ট্ৰীয় নেতা রাম মাধব আজ গুয়াহাটিতে সাংবাদিক সন্মেলনে অগপ মন্ত্ৰীদের পদত্যাগ পত্ৰর পুৰ্নবিবেচনার আবেদন জানান। পদত্যাগের রাজনৈতিক নাটক জমে উঠেছে। অগপর ‘পদত্যাগী' মন্ত্ৰীরা রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে। আসন্ন বিধানসভা অধিবেশনের সময় অনশন ধৰ্মঘটেরও হুমকিও দিয়েছে। আজ সাংবাদিক সন্মেলনে বিজেপির সৰ্ব ভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব নাগরিকত্ব সংশোধনী বিলের জোড়াল ওকালতি করে বলেন, এই বিল রাজ্যসভাতে পাশ করানো হবে। কোনও আপত্তি আসবে না। অসমে বিল বিরোধী আন্দোলনকারীরা রাজনৈতিক লাভালাভের আশায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের প্ৰতি পূৰ্ণ আস্থা পোষণ করে বলেন, সৰ্বানন্দ সনোয়াল রাজ্যের মানুুষের স্বাৰ্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এমন কোনও কাজ করবেন না, যা রাজ্যের মানুষের স্বাৰ্থেপরিপন্থী। বিজেপি বিধায়ক অতুল বরা, দেবানন্দ হাজরিকা, পদ্ম হাজরিকা প্ৰমুখ বিলের বিরুদ্ধে স্থিতি অবলম্বন করেছেন। সে সম্পৰ্কে রাম মাধব বলেন, বিধান পরিষদীয় দলের বৈঠক আছে সেখানে বিধায়কদের বোঝানো হবে, ব্যক্তিগতভাবে অনুরোধ করা হবে, এই বিল রাজ্যের মানুষের বিরুদ্ধে নয়, সারা দেশের জন্য এই বিল। ৬ জনগোষ্ঠীকে তপশিলভুক্ত করার ব্যাপারে রাম মাধব বলেন, অসমে নানা অপপ্ৰচার চালানো হচ্ছে। রাজ্যে দুটি পাৰ্বত্য উপজাতিগোষ্ঠী আছে, তাদের স্বাৰ্থ অক্ষুণ্ণ রেখে পৃথকভাবে ৬ জনগোষ্ঠীকে তপশিলভুক্ত করার চেষ্টা হচ্ছে এই ব্যাপারে বিল আনা হবে। অসমের অসমীয়া মানুষের জাতি, ভাষা, কৃষ্টি সংরক্ষণের সব ব্যবস্থায় করা  হবে। আলফা (স্বাধীন) বিল বিরোধী স্থিতি সম্পৰ্কে বলেন, রাজ্যে অশান্তি সৃষ্টি করার জন্য বিলের বিরোধিতা করে যাচ্ছে। এদিকে অখিল ভারতীয় বিদ্যাৰ্থী পরিষদ নাগরিকত্ব সংশোধনী বিলের সমৰ্থনে সাংবাদিক সন্মেলন ডেকে অভিযোগ করেছে, অখিল গগৈ, হীরেন গোঁহাই প্ৰমুখরা বিলটির বিরুদ্ধে অপপ্ৰচার করছে। আসু ৩৬ বছর অসম চুক্তির একটি ধারাও রূপায়ন করতে পারে নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.