বিধানসভায় ৮০ টি আসন সংরক্ষণের ব্যবস্থা হলে মুখ্যমন্ত্ৰী সৰ্বাধিনায়কে পরিণত হবেনঃ রঞ্জিত দাস
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বিজেপি সভাপতি রঞ্জিত দাস দুধনৈতে বলেছেন নাগরিকত্ব সংশোধনী বিলের সপক্ষে রাজ্য জুড়ে যে প্ৰতিবাদী আন্দোলন চলছে তার বিরোধিতা করে আপনারা যে মুখ্যমমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালকে সমালোচনা করছেন সেই সৰ্বানন্দ জাতীয় নায়ক থেকে আগামী ৬ মাসের মধ্যে সৰ্বাধিনায়ক হিসেবে পরিগণিত হবেন। অসমের জাতি-ভাষা-কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে কেন্দ্ৰীয় সরকার। ৮০ টি আসন বিধানসভায় সংরক্ষণের ব্যবস্থা করা হবে। তখন মুখ্যমন্ত্ৰীর প্ৰতি সমৰ্থন স্বতঃস্ফূৰ্তভাবে বেড়ে যাবে। তখনই মুখ্যমন্ত্ৰী সৰ্বাধিনায়কে পরিণত হবেন। বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেণ গোঁহাই, সিপিএম নেতা হেমেন দাস অসম আন্দোলনের তীব্ৰ বিরোধিতা করেছিলেন। এদিন তাঁরা পথে নেমেছেন। তরুণ গগৈ মুখ্যমন্ত্ৰী থাকার সময় প্ৰতি ৪০ ঘন্টায় একটি করে গণ্ডার হত্যা করা হচ্ছিল। আজ আর গণ্ডার হত্যার ঘটনা নেই। শুক্ৰবার কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং আসুর উপদেষ্টা সমুজ্জ্ববল ভট্টাচাৰ্যকে টেলিফোনে বৰ্তমানে বিল নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্ৰে সহযোগিতা চান। সে কথা জানিয়ে সমুজ্জ্বল এদিন বলেন- আমরা আসু সহ ৩০ টি সংগঠন খিলঞ্জিয়া বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰতিবাদে আন্দোলন করছি, লাগাতার আন্দোলন করছি, যতক্ষণ না পৰ্যন্ত আইনটি বাতিল না হবে ততক্ষণ পৰ্যন্ত অসম তথা উত্তরপূৰ্বাঞ্চল আন্দোলন চালিয়ে যাবো। তিনি আরও জানান আগামী ২৩ জানুয়ারি গুয়াহাটির লতাশিল ময়দানে আসু বিলটির বিরুদ্ধে এক বিশাল প্ৰতিবাদী সভার আয়োজন করেছে। নোবেল জয়ী পশ্চিমবঙ্গের বিশিষ্ট বুদ্ধিজীবী অমৰ্ত সেনও নাগরিকত্ব সংশোধনী বিলটির বিরোধিতা করে বলেছেন- বিলটিতে সাংবিধানিক ধৰ্মনিরপেক্ষতা রক্ষা করা হয়নি। তিনি অভিযোগ করে বলেন- দেশে বাক স্বাধীনতা খৰ্ব করা হচ্ছে। এদিন মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা এবং মিজোরামের মুখ্যমন্ত্ৰী জুরাম থাংগা কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিংয়ের সঙ্গে দিল্লিতে দেখা করেন। কনরাড সাংমার সঙ্গে ৯ জন মন্ত্ৰী ছিলেন। তাঁরা সকলেই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতা করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা প্ৰসঙ্গে কনরাড সাংমা বলেন- আমরা আমাদের উদ্বেগের কথা স্বরাষ্ট্ৰমন্ত্ৰীকে জানিয়েছি। আমরা পুনর বিবেচনা করার দাবি জানিয়েছি। কনরাড জানান- উত্তরপূৰ্বাঞ্চলের ৭ মুখ্যমন্ত্ৰীর সঙ্গে আলোচনায় বসবেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী। তখন বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে দিল্লির এক সূত্ৰ জানিয়েছেন। এদিন ৬ জনগোষ্ঠীকে তফশিল ভুক্ত করার ক্ষেত্ৰে প্ৰথম বৈঠক হওয়ার কথা ছিল। কেন্দ্ৰীয় সরকারের গঠিত ক্যাবিনেট সাব কমিটির বৈঠক বাতিল হয়ে যায়। কারণ এই কমিটির চেয়ারম্যান অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডিমা হাসাও জেলার নিৰ্বাচনী প্ৰচার অভিজানে ব্যস্ত। আগামী ২০ জানুয়ারি বৈঠক অনুষ্ঠিত হবে। বিপিএফয়ের মন্ত্ৰী প্ৰমিলা রানি ব্ৰহ্ম এদিন প্ৰস্তাবিত ৬ জনগোষ্ঠীকে তফশিল ভুক্ত করার ক্ষেত্ৰে তীব্ৰ আপত্তি প্ৰকাশ করে বলেছেন- শৰ্তাধীনে আমারা প্ৰস্তাবকে সমৰ্থন করবো। এই বিলটির প্ৰতিবাদে আদিবাসী সংগঠনগুলি রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন বনধের ডাক দিয়েছিল। এইবিলের প্ৰতিবাদে এবং কয়েকজন ছাত্ৰ নেতাকে গ্ৰেফতারের প্ৰতিবাদে এদিন গোলাঘাট জেলা স্বতঃস্ফূৰ্তভাবে বনধ হয়। এদিন গোলাঘাটের বিভিন্ন জায়গায় বনধ ছিল সৰ্বাত্বক। এদিন নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে নগাঁওয়ের প্ৰত্যেকটি জেলায় অগপ-র কৰ্মী সমৰ্থকরা মিছিল বের করেন। রহা, বটদ্ৰয়া, নগাঁও সদর, সামগুরি, বঢ়মপুর, কলিয়াবর, ধিং, রূপহীহাট প্ৰভৃতি বিধানসভা কেন্দ্ৰে প্ৰতিবাদী মিছিল বের হয়।
কোন মন্তব্য নেই