Header Ads

পার্বত্য পরিষদের ভোটকে ঘিরে প্রস্তুতি সম্পূর্ণ শনিবার ভোটগ্রহণ

বিপ্লব দেব, হাফলং- রাত পোহালেই দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন। তাই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে সম্পূর্ণ প্রস্তুত রাজ্যের নির্বাচন কমিশন ও ডিমা হাসাও জেলা প্রশাসন। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে করাতে নিরাপত্তা ব্যবস্থা কড়া করে তোলা হয়েছে। সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন ডিমা হাসাও জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার অমিতাভ রাজখোয়া। পার্বত্য পরিষদের নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে শেষ হয় সে লক্ষ্যে নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসবি সিআরপিএফ সহ আসাম পুলিশ ও গৃহরক্ষী বাহিনী। জেলাশাসক জানান পার্বত্য পরিষদের ২৮০ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ১০৩ টি স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র। ৮৬ টি অতিস্পর্শকাতর ভোটদান কেন্দ্রে স্থায়ী পিকেট বসানো হয়েছে যার দায়িত্বে রয়েছে এসএসবি জওয়ান। এদিকে বৃহস্পতিবার লামডিং বিন্দা ছাপাখানায় উদ্ধার হওয়া নকল ব্যালট পেপার ও স্ট্যাম্প উদ্ধার হওয়া নিয়ে জেলাশাসক বলেন-এনিয়ে লামডিং থানায় এজাহার দাখিল করা হয়েছে এবং লামডিং পুলিশ এনিয়ে তদন্ত করছে। এদিকে লামডিং বিন্দা ছাপাখানায় নকল ব্যালট পেপার ও স্ট্যাম্প উদ্ধার হওয়ার পর বৃহস্পতিবার রাতেই ওই ছাপাখানার মালিককে লামডিং পুলিশ গ্রেফতার করে এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে পার্বত্য পরিষদের ভোটের জন্য মোট ১২১২ জন সরকারী কর্মীকে ভোটের কাজে লাগানো হয়েছে যার মধ্যে রয়েছে ৮১ জন সেক্টর অফিসার। ১১ জন জোনাল অফিসারের দায়িত্বে রয়েছেন। এদিকে শুক্রবার তৃতীয় পর্যায়ে ১৯০ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শনিবার সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পার্বত্য পরিষদের ২৮ টি আসনের জন্য ভোটগ্রহণ করা হবে। ২২ জানুয়ারি সকাল ৮ টা থেকে ভোটগণনা শুরু হবে হাফলং ডনবস্কো হায়ার সেকেন্ডারী হাইস্কুলে। শনিবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮ টি আসনের জন্য ১২৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ১ লক্ষ ২২ হাজার ৩৪১ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬১ হাজার ৬০৪ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬০ হাজার ৭৩৭।



 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.