সাংবাদিক হত্যায় যাবজ্জীবন রাম রহিমের
নয়া ঠাহর প্ৰতিবেদন, পাঁচকুলাঃ জেলবন্দি গুরমিত রাম রহিম সিংয়ের (৫২) যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। শয়ে শয়ে মহিলাকে যৌন নিৰ্যাতনের অভিযোগে এবং প্ৰতিবাদকারী এক সাংবাদিককে হত্যার অভিযোগে বৃহস্পতিবার আজীবন কারাদণ্ড এবং ৫০ হাজার জরিমানা করেছে হরিয়াণার পাঁচকুলার বিশেষ আদালত। ২০০২ সালে হরিয়াণার সিরসায় রামরহিমের আশ্ৰমে মেয়েদের যৌন নিৰ্যাতন চালানো হয় খবরটি ওই সাংবাদিক প্ৰকাশ করলে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছিল। বৃহস্পতিবার ওই মামলারই শুনানি ছিল। এই মামলায় আরও ৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাদেরও এদিন যাবজ্জীবন কারাদণ্ডের নিৰ্দেশ দিয়েছে আদালত। তাদের নাম ক্ৰমে কুলদীপ সিং, নিৰ্মল সিং এবং কৃষেণ লাল। এদিন মামলা শুনানির সময় আদালতের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। ২০১৭, সালে আগস্ট মাসে ধৰ্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হয় রাম রহিম। তারপর হরিয়াণার পাঁচকুলা এবং সিরসায় ব্যপক হিংসা ছড়িয়ে পড়ে। নিহত হন ৪০ জন। আহত হন আরও বহু মানুষ। এর ডেরা থেকে রাম রহিমকে আটক করে পুলিশ। তখন থেকেই জেলবন্দি রাম রহিম।
কোন মন্তব্য নেই