Header Ads

লিমকা বুক অফ রেকর্ডে অসমের শিল্পী নুরুদ্দিন আহমেদ

 
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ একজন মুসলমান শিল্পী তৈরি করলেন বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমা। এই প্রতিমা তৈরির জন্য বিশিষ্ট শিল্পী নুরুদ্দিন আহমেদ স্থান পেলেন লিমকা বুক অব রেকর্ডে। ২০১৭ সালে তিনি নির্মাণ করেছিলেন ১০১ ফুট উচ্চতার বৃহৎ দুর্গা প্রতিমা। সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমা হিসেবে স্থান লাভ করেছে নুরুদ্দিন আহমেদের সুউচ্চ দুর্গা প্রতিমা । বিষ্ণুপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে তৈরি করা হয়েছিল এই দুর্গা প্রতিমাটি। এই প্রতিমা দেখতে পূজার আগে থেকেই লোকের ভিড় শুরু হয়ে গিয়েছিল। অসমের বিখ্যাত বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল প্রতিমাটি। প্ৰসঙ্গত, গুয়াহাটির কাহিলিপাড়ার বাসিন্দা নুরুদ্দিন আহমেদ এর আগেও অসম তথা অসমের বাইরেও বহু মূর্তি তৈরি করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন - ‘‘ একজন শিল্পীর কোনও ধর্ম হয় না, আমি একজন শিল্পী এবং সুন্দরতার পূজারী। যদি আমার শিল্পকর্মে মানুষ খুশি হয় তবেই আমি খুশি।’’ বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমাটি তৈর করার জন্য শিল্পীর সাথে সহযোগিতা করেছেন হিন্দু মুসলমান ছাড়াও বিভিন্ন ধর্মের ৪০ জন লোক। যদিও পূজার আগেই ঝড়ে প্রতিমাটির অনেক ক্ষতি হয়েছিল। কিন্তু নুরুদ্দিন ৭ দিনের ভেতরে পুনরায় তৈরি করেছিলেন এই দুর্গা প্রতিমাটি। শিল্পীর কথায় কঠিন পরিশ্রমে জীবনে সফলতা আসে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.