Header Ads

শান্তিপূর্ণ ভাবে শেষ হল উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনঃ ভোট পড়েছে ৭৫ শতাংশ

বিপ্লব দেব হাফলং- কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শনিবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ ভাবে শেষ হল। সেই সঙ্গে পার্বত্য পরিষদের ২৮ টি আসনের ১২৮ জন প্রার্থীর ভাগ্য বন্দি হল ব্যালট বক্সে। এদিকে সরকারি সূত্রে জানানো হয়েছে বিকেল ৩ টে পর্যন্ত মোট ভোট পড়েছে ৭৫ শতাংশ। তবে ভোটের হার আরও বাড়তে পারে। উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ২৮টি আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয় এদিন সকাল ৭টা থেকে। চলে বিকেল ৩ টে পর্যন্ত। এদিন সকাল থেকেই পরিষদের ২৮ টি আসনের ২৮০ টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে জেলার কোনও জায়গা থেকে কোনও ধরনের হিংসাত্মক ঘটনা বা বুথ দখলের খবর এই প্রতিবেদন পাঠানো পর্যন্ত মেলেনি। ভোটগ্রহন শুরু হওয়ার পর সকাল ১০ টা পর্যন্ত ভোটের হার ছিল ২৭ শতাংশ। কারণ অনেক কেন্দ্রেই ভোট নেওয়া শুরু হয় সকাল ৭ টার পরিবর্তে সাড়ে সাতটা থেকে। তাই প্রথমে ভোটের হার কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের হার কিছুটা বাড়তে থাকে। এদিকে জেলার কোনও জায়গায় পুনঃ ভোটগ্রহনের খবর নেই এখন পর্যন্ত বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। পার্বত্য পরিষদের নির্বাচনে ভোটের হার ৭৫ শতাংশ হলেও বেশ কয়েকটি নির্বাচন কেন্দ্রে ভোটের হার ৯০ শতাংশের উপরে ছিল। পরিষদের দিহাঙ্গী আসনের দিহাঙ্গী নিম্ন প্রাথমিক ভোটগ্রহণ কেন্দ্র থাইস্লিংহাওয় নিম্ন প্রাথমিক বিদ্যালয় আমরুডিসা নিম্ন প্রাথমিক বিদ্যালয় ও বাইগো নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়ে যথাক্রমে ৯০ শতাংশ, ৯৫ শতাংশ, ৯৭-৩৩ শতাংশ, ৯৬-৫০ শতাংশ ও ৯৭-৮০ শতাংশ। তাছাড়া মাহুর জোনে ইমপুই নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ৯৫ শতাংশ আসালু নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ৯১ শতাংশ খনথাং নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ৯২ শতাংশ লংখাই নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ৯৬ শতাংশ খাইচুং নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ৯৩ শতাংশ সেমডিখর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ৯২-৬৬ শতাংশ নমজেউরাং নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ৯৫-২২ শতাংশ ভোট পড়ে। বিকেল তিনটে ভোটগ্রহণ শেষ হওয়ার হাফলং শহরের আশপাশ এলাকার ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা ব্যালট বক্স নিয়ে হাফলং ডনবস্কো হায়ার সেকেন্ডারী স্কুলে উপস্থিত হয়েছেন। এদিন রাতের মধ্যেই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮ আসনের ২৮০ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মীরা রাতের মধ্যেই হাফলং এসে উপস্থিত হবেন। তবে প্রত্যন্ত জিনামভ্যালি ও বড়াইল আসনের ১৫ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা রবিবার দুপুরের মধ্যে হাফলং এসে উপস্থিত হবেন বলে জানা গিয়েছে। কারণ জিনামভ্যালি ও বড়াইল থেকে জেলা সদর হাফলঙে পৌঁছতে প্রায় ১২ ঘন্টা সময় লাগে। এখন পর্যন্ত বেশ কিছু ব্যালট বক্স এসে পৌঁছেছে হাফলঙে তা হাফলং ডনবস্কো হায়ার সেকেন্ডারী স্কুলের স্ট্রং রুমে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। ডনবস্কো হায়ার সেকেন্ডারী স্কুলের স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ বাহিনী। আগামী ২২ জানুয়ারি সকাল আটটা থেকে ডনবস্কো হায়ার সেকেন্ডারী স্কুলে ভোটগণনা করা হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.