নয়া মোড় নিল নাগরিকত্ব সংশোধনী বিল আন্দোলন
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আন্দোলন নতুন মোড় নিল। সংগীত শিল্পী জুবিন গৰ্গ বুধবার আসু কাৰ্যালয়ে গিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে তাঁর কৰ্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান- আগামিকাল শিল্পী দেবসে তেজপুরে গণতান্ত্ৰিকভাবে নাগরিকত্বব সংশোধনী বিল বিরোধী আন্দোলনে সামিল হবেন। ২৩ জানুয়ারি আসু লতাশিল ময়দানে বজ্ৰনিনাদ কৰ্মসূচি গ্ৰহণ করেছে। আসুর সেই বিশেষ কৰ্মসূচিতে জুবিন গৰ্গরা অংশগ্ৰহণ করবেন। নাগরিকত্বব সংশোধনী বিল বিরোধীতায় আরও একজন বিজেপি বিধায়ক অতুল বরা প্ৰকাশ্যে বিলটির বিরোধীতা করেন। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল বুধবার রাজ্যপাল ভবনে গিয়ে অধ্যাপক তথা রাজ্যপাল জগদীশ মুখীর সঙ্গে বিহুর শুভেচ্ছা জানিয়ে রাজ্যের বিভিন্ন ক্ষেত্ৰের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সেই আলোচনায় নাগরিকত্ব সংশোধনী বিল প্ৰসঙ্গটি উঠেছে বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল এদিন গুয়াহাটি তেল শোধনাগারের একমাস ব্যাপী তেল সংরক্ষণ মহোৎসব উন্মোচন করে তেলের প্ৰাসঙ্গিকতা সম্পৰ্কে বক্তব্য রাখেন। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মাঘ মাসের ১ তারিখে উজান অসমের আহতগুড়িতে মোষ লড়াই যথারীতি হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে তামিলনাড়ুর জালিকুট্টিতেও এদিন মোষের লড়াই হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এদিন মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডিমা হাসাও জেলায় গিয়ে নিৰ্বাচনী প্ৰচার চালান। এমাসে সেখানে স্বসাশিত পরিষদের নিৰ্বাচন। তিনি সেখানে ঘোষণা করেন- পয়লা ফেব্ৰুয়ারি থেকে রাজ্যে প্ৰতিজন বৃদ্ধকে পেনসন দেওয়া হবে। এছাড়া প্ৰতিবন্দ্বীকে একহাজার টাকা করে দেওয়া হবে। রাজ্যের কৰ্মচারীদের বকেয়া সমস্যাগুলির সমাধান করবে। তিনি হাতিখালি এবং লাংটিং অঞ্চলের রাস্তাঘাট সংস্কারের জন্য ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন। গোলাঘাটে কংগ্ৰেস সাংসদ গৌরব গগৈ অগপ-র সমালোচনা করে বলেন - অগপ বিজেপির ‘বি’ টিম হিসেবে কাজ করছে। হিমন্ত অগপ-র সমালোচনা করে এদিন বলেছেন- ‘ফুলবলে পাম্প না থাকা অবস্থা হয়েছে অগপ-র।’ এদিকে দিসপুর সূত্ৰে জানা গিয়েছে- অগপ-র তিন প্ৰাক্তন মন্ত্ৰী পদত্যাগ পত্ৰ দাখিল করলেও তা এখনও মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দের টেবিলেই রয়েছে। রাজ্যপালের কাছে পাঠানো হয়নি। এদিন অসম চুক্তি স্বাক্ষরকারী অগপ-র প্ৰাক্তন মন্ত্ৰী বিরাজ শৰ্মার রাষ্ট্ৰীয় মৰ্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় মহানগরের নবগ্ৰহ শ্মশানে। মুখ্যমন্ত্ৰী সহ রাজ্যের অগপ- নেতারা শোক প্ৰকাশ করেন। এদিন আসু মুখ্যমন্ত্ৰীর কাছে কৈফিয়ৎ তলব করেছে। বলেছে- ক্ষমতায় আসার আগে রাজ্যবাসীকে যে প্ৰতিশ্ৰতি দিয়েছিলেন তা অবিলম্বে পূরণ করুন।








কোন মন্তব্য নেই