বি বরুয়া ক্যান্সর ইনস্টিটিউটে ৩ ক্যান্সার রোগিনীকে যৌন নিৰ্যাতন
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বি বরুয়া ক্যান্সর ইনস্টিটিউটে ৩ ক্যান্সার রোগিনীকে যৌন নিৰ্যাতন করে পালিয়ে যায় ত্ৰিপুরার কমল কান্তি সেন চৌধুরি। এই ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ডিসেম্বরের ৩১ তারিখের এই ঘটনা প্ৰকাশ্যে আসার পর আইসিইউর প্ৰাক্তন কৰ্মচারী কমল কান্তি সেনকে পুলিশ ত্ৰিপুরাতে গিয়ে গ্ৰেফতার করে নিয়ে আসে। কৰ্তৃপক্ষ উচ্চ পৰ্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।









কোন মন্তব্য নেই