Header Ads

আমেরিকার প্ৰেসিডেন্ট পদে লড়বেন তুলসী

নয়া ঠাহর প্ৰতিবেদন, ওয়াশিংটনঃ আগামী বছর প্ৰেসিডেন্ট পদপ্ৰাৰ্থী নিৰ্বাচিত হওয়ার দৌড়ে প্ৰাৰ্থী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত ডেমোক্ৰ্যাট নেত্ৰী তুলসী গ্যাবাৰ্ড। ৩৭ বছরের গ্যাবাৰ্ড শেষ পৰ্যন্ত যদি ডেমোক্ৰ্যাট প্ৰাৰ্থী হিসেবে জিতে আমেরিকার প্ৰেসিডেন্ট হন, তা হলে তিনি প্ৰথম ভারতীয় তো বটেই, সৰ্বকনিষ্ঠ প্ৰেসিডেন্টও হবেন। আগামী সপ্তাহে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি। টেলিভিশনে এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের মধ্য তুলসী খুবই জনপ্ৰিয়। তাঁর রাজনৈতিক কেরিয়ার খুবই বৈচিত্ৰ্যপূৰ্ণ। মাত্ৰ ২১ বছর বয়সে হাওয়াই থেকে মাৰ্কিন আইনসভার সদস্য হয়েছিলেন তিনি। ইরাক যুদ্ধে যোগদানের জন্য সে পদ থেকে ইস্তফা দেন। হাওয়াই আৰ্মি ন্যাশনাল গাৰ্ডের মেডিক্যাল সদস্য হিসেবে ২০০৪ থেকে ’০৫ পৰ্যন্ত ইরাকের যুদ্ধক্ষেত্ৰে কাটিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতাই নিৰ্বাচনী প্ৰচারে তুলে ধরতে চান বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.