Header Ads

শিলঙে গরিব ও দুঃস্থদের পাশে অর্ধেন্দু চৌধুরী চেরিটেবল ট্রাস্ট

ছবি, সৌঃ অর্ধেন্দু চৌধুরী চেরিটেবল ট্রাস্ট
ননীগোপাল ঘোষ, শিলং- অবিশ্বাস্য হলেও সত্যি ! শিলঙের অর্ধেন্দু চৌধুরী চেরিটেবল ট্রাস্টের উদ্যোগে গত একশো দিনের উপর চালু রয়েছে গরিব-দুঃস্থ মানুষের জন্য ‘আহার’-প্রকল্প। নিরবচ্ছিন্নভাবে দুপুরের ভরপেট খাবার পাচ্ছেন গরিব-দুঃস্থ মানুষজন। প্রতিদিন গড়পড়তা প্রায় দু'শোরও বেশি মানুষ লাভ পাচ্ছেন এই প্রকল্পের। গত ১-জানুয়ারি প্রকল্পের একশো দিন পূর্ণ হলে আয়োজন করা হয় বিশেষ এক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন পূর্ব খাসি পাহাড়ের জেলাশাসক এম ও নংব্রি। জেলাশাসক তাঁর বক্তব্য পেশ করতে গিয়ে বলেন ‘আহার’- প্রশাসনিক সমর্থনের যোগ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘শিলং টাইমস’-পত্রিকার সম্পাদক পেট্ৰিসিয়া মুখিম। উপস্থিত ছিলেন বিধায়ক মহেন্দ্র র‍্যাপস্যাঙ বি পি বাজোরিয়া, ও পি আগরওয়াল, জে এল দাস সহ আরও অনেকেই। অর্ধেন্দু চৌধুরী চেরিটেবল ট্রাস্টের ম্যানেজিং ট্ৰাস্টি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রথিতযশা সাংবাদিক মানস চৌধুরী বলেন -তিনি এই প্রকল্পকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যেতে প্ৰতিশ্ৰুতিব্ধ। ‘আহার’- প্রকল্পের সংগে জড়িত স্বেচ্ছাসেবকদের ও ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রসঙ্গত ট্রাস্ট বহুদিন ধরেই দুঃস্থ মহিলা ও ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করে চলেছে শিলঙে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.