Header Ads

অবৈধ কয়লা খনি বন্ধে ব্যাৰ্থতা, মেঘালয় সরকারকে ১০০ কোটি টাকা জরিমানা এনজিটি-র


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজ্যে অবৈধ কয়লা খনি বন্ধে ব্যাৰ্থতার জন্য মেঘালয় সরকারকে শুক্ৰবার ১০০ কোটি টাকা জরিমানা করল জাতীয় গ্রীন ট্রাইব্যুনাল (এনজিটি)। মেঘালয়ের বেশিরভাগ খনিই বেআইনি। রাজ্য সরকারের লাইসেন্স ছাড়াই সেগুলি চলছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বি কে কাটাকির নেতৃত্বে বিচার বিভাগীয় প্যানেলের কয়েকদিন পর মেঘালয়ে অবৈধ কয়লা খনি ঠেকাতে জাতীয় গ্রীন ট্রাইব্যুনালের এই পদক্ষেপ। পূৰ্ব জয়ন্তীয়া পাহাড়ে গত ১৩ ডিসেম্বর ৩৭০ ফুট গভীর অবৈধ খনি গৰ্ভে আটকা পড়েছে ১৫ জন শ্ৰমিক। গত ২৪ দিন ধরে এনডিআরএফ, এসডিআরএফ বাহিনী লাগাতার খনিগৰ্ভ থেকে পাম্পের সাহায্যে জল বের করে শ্ৰমিকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু খনিগৰ্ভ থেকে মাত্ৰ ৩টি হেলমেট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। একটি জনস্বাৰ্থ মামলার শুনানির ভিত্তিতে উদ্ধার অভিযান নিয়ে দুদিন আগেই অসন্তুষ্টি প্ৰকাশ করেছে দেশের সৰ্বোচ্চ আদালত। তারপরই এনজিটি মেঘালয় সরকারের বিরুদ্ধে ১০০ কোটির জরিমানার পদক্ষেপ নেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.