Header Ads

অসম চুক্তির ৬ নম্বর ধারা বাস্তবায়নে আসু কে অগ্ৰণী ভূমিকা গ্ৰহণের আহবান সৰ্বানন্দ সনোয়ালের


 গুয়াহাটিঃ মরাণ উপজাতি গোষ্ঠীর প্ৰতিনিধি তিনসুকিয়া জেলার বিজেপি সভাপতি লক্ষ্যেশ্বর মরাণকে গতকাল নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আন্দোলনকারীরা প্ৰচণ্ড প্ৰহার করায় তাকে হাসপাতালে ভৰ্তি করা হয়েছে, তার দুটি দাঁত ভেঙে গেছে, শারীরিক অবস্থাও খুব ভালো নয়। বিজেপি সভাপতি রঞ্জিত দাস আজ তিনসুকিয়ার হাসপাতালে গিয়ে জেলা সভাপতির খবর নেন। এই ঘটনায় আসু সমৰ্থক বলে পরিচিত তিনজনকে গ্ৰেপ্তার করা হয়েছে। আসু সভাপতি দিপাংক কুমার নাথ এবং আসুর উপদেষ্টা সমুজ্জল ভট্টাচাৰ্য আন্দোলনকারীদের সংযত হওয়ার আহবান জানিয়েছেন। সমুজ্জল বলেন, অহিংস গণতান্ত্ৰিকভাবে আন্দোলনকারীরা যেন কোনও প্ৰরোচনায় পা না দেয়। এই ঘটনার পিছনে তৃতীয় কোনও পক্ষের হাত আছে বলে সন্দেহ করা হচ্ছে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, মন্ত্ৰী পদ্মলোচন দাস এদু'জনকেও আজ কালো পতাকা দেখান আসু কৰ্মীরা। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল আজ লখিমপুর জেলার ঢকুওয়াখানাতে ঢকুওয়াখানা সাংস্কৃতিক গবেষণা এবং বিকাশ কেন্দ্ৰের সহযোগে অনুষ্ঠিত ‘মেডাম মেফি' অনুষ্ঠানে হেলিকপ্টারে যোগ দিতে গিয়েছিলেন। হেলিকপ্টার থেকে নামার সঙ্গে সঙ্গে আসুর সদস্যরা কালো পতাকা দেখান। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ অনুষ্ঠানে আজ বলেন, আহোম স্বৰ্গদেওরা তাদের আদৰ্শেশক্তিশালী অসম নিৰ্মাণের ফলে অসমীয়া জাতি বিশ্বের দরবারে প্ৰাণ ফিরে পেয়েছিল। ত্ৰয়োদশ শতাব্দিতে চাওলুং চ্যু-কাফা-ই সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে ভিত্তিকে সুদৃঢ় করেছিলেন। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ বলেন, আসু অহিংস এবং গণতান্ত্ৰিকভাবে আন্দোলন করার ফলে দেশের শ্ৰদ্ধা অৰ্জন করেছে। বিল বিরোধী এই আন্দোলনের প্ৰতি তাদেরও সমৰ্থন আছে, কিন্তু হাতে আইন তুলে নিলে সরকারও তা মোকাবিলা করার জন্য গণতান্ত্ৰিকভাবে কাজ করবে। বলেন, নাগরিকত্ব বিলকে কেন্দ্ৰ করে রাজ্যে অপপ্ৰচার চলছে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর অসম চুক্তির ৬ নম্বর ধারা বাস্তবায়নের কথা বলেছেন। তা বাস্তবায়িত হলে অসমীয়া লোকের স্বাভিমান রক্ষা পাবে, এই ক্ষেত্ৰে আসু কে অগ্ৰণী ভূমিকা গ্ৰহণের আহবান জানান।  মুখ্যমন্ত্ৰী বলেন, জাতি- মাটি-ভেটি এবং কলা-সংস্কৃতি রক্ষার জন্য বৰ্তমান সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে। মুখ্যমন্ত্ৰী ত্ৰয়োদশ শতক থেকে আহোম রাজত্বকাল পৰ্যন্ত ৪২জন স্বৰ্গদেওয়ের পবিত্ৰ স্মৃতিতে এক স্মারক স্তম্ভ নিৰ্মাণ করবেন বলে মুখ্যমন্ত্ৰী ঘোষণা করেন। পূৰ্বাঞ্চল তাই সাহিত্য সভার প্ৰাক্তন সভাপতি মনোরঞ্জন ফুকনের উদ্বোধন করা এই অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্ৰী তপন গগৈ, সাং¦´¨তিক বিভাগের মন্ত্ৰী নব কুমার দলে এবং সাংসদ প্ৰদান বরুয়া প্ৰমুখরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.