Header Ads

গুয়াহাটিতে জমে উঠছে রাষ্ট্রীয় হস্ততাঁত বস্ত্র শিল্প মেলা

 দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ আর্ট ফেডের উদ্যোগে মহানগরের চান্দমারির অসম ইঞ্জিনিয়ারিং কলেজের ময়দানে চলছে রাষ্ট্রীয় হস্ততাঁত বস্ত্র শিল্প মেলা। ১৮ জানুয়ারি থেকে শুরু এই বস্ত্র মেলা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় দেশের বিভিন্ন শীতের জায়গার বহু ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন। সর্বমোট ৯৯টি দোকান এবারের মেলায় বসেছে। প্রতিদিন প্ৰচুর লোকজনের সমাগম ঘটছে। জম্মু ও কাশ্মীর, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থানের সমেত অসমের পাট মুগার কাপড়, অলংকার, গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী কিনতে উৎসাহী লোকেরা মেলায় ভিড় জমিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.