Header Ads

জি এল পাব্লিকেশনের স্বত্বাধিকারী ঘিসালাল আগরওয়ালা চলে গেলেন


গুয়াহাটিঃ অসমের বিশিষ্ট সমাজকৰ্মী, জি এল পাব্লিকেশনের স্বত্বাধিকারী ঘিসালাল আগরওয়ালা, দীৰ্ঘ রোগ ভোগের পর আজ বিকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।  অসমীয়া দৈনিক, আমার অসম, হিন্দী দৈনিক পূৰ্বাঞ্চল প্ৰহরী, ইংরেজি দৈনিক মেঘালয় গাৰ্ডিয়ান সহ বিভিন্ন সংবাদপত্ৰের সম্পাদনার দায়িত্বে ছিলেন জি এল আগরওয়ালা, সেই নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্ৰে নানা অবদান রেখে গেছেন। অসম সাহিত্য সভার সঙ্গে তিনি ওতপ্ৰোতভাবে জড়িয়ে ছিলেন। মারোয়ারী সম্প্ৰদায়ের মানুষ হওয়া সত্বেও অসমীয়া ভাষা-সংস্কৃতি উন্নয়নে তাঁর যথেষ্ট অবদান ছিল। জি এল পি সোসাল সাৰ্কেল নামে এক প্ৰতিষ্ঠান খুলে সমাজের বিভিন্ন কাজ করেছেন। গুয়াহাটি নেমকেয়ার হাসপাতালে এক মাসেরও বেশি চিকিৎসাধীন ছিলেন। আজ তাঁর উলুবাড়ি  লাচিত নগরের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল গভীর শোক প্ৰকাশ করে বলেছেন, তাঁর মৃত্যুর ফলে সংবাদ পত্ৰ জগতে অপুরনীয় ক্ষতি হল এবং সমাজ জীবনে এক শূন্যতার সৃষ্টি হল। তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্ৰী। তাঁর শেষকৃত্য রাজ্যিক মৰ্যাদায় সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্ৰী মুখ্য সচিবকে নিৰ্দেশ দিয়েছেন। জি এল পাব্লিকেশনের স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজকৰ্মী, ব্যবসায়ী ঘিসালাল আগরওয়ালার মৃত্যুতে শোক প্ৰকাশ করেছেন, মুখ্যমন্ত্ৰীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী। জাৰ্নালিষ্ট ফেডারেশন ফর আসাম, দিশপুর প্ৰেস ক্লাব এবং গুয়াহাটি প্ৰেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন-এর পক্ষ থেকে জি এল আগরওয়ালার মৃত্যুতে শোক প্ৰকাশ করা হয়েছে। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত, বিজেপি রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস, আসুর উপদেষ্টা সমুজ্জল ভট্টাচাৰ্য, আসুর সভাপতি দীপাংক নাথ, সাধারণ সম্পাদক লুরীণজ্যোতি গগৈ এআইইউডিএফ প্ৰধান বদরুদ্দিন আজমল প্ৰমুখ অসংখ্য গুণমুগ্ধ তাঁর মৃত্যুতে শোক প্ৰকাশ করেছেন। আগামীকাল রাষ্ট্ৰীয় মৰ্যাদায় তাঁরই হাতে নিৰ্মাণ করা গুয়াহাটি ভূতনাথ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। দু'মাস আগে তাঁর পত্নী মারা যান, তিনি চার কন্যা এক পুত্ৰ এবং আত্মীয় স্বজনদের রেখে গেছে। ১৯৪০ সালের ১৯ সেপ্তেম্বরে বরপেটা রোডে তিনি জন্ম গ্ৰহণ করেছিলেন। তিনি অসম সাহিত্যসভার দ্বারা প্ৰকাশিত অসমীয়া বিশ্বকোষ-এর প্ৰকাশক ছিলেন। জ্যোতি প্ৰসাদ আগরওয়ালার জীবন এবং সৃষ্টির ওপর নিৰ্মাণ করা তথ্যচিত্ৰ তিনি প্ৰযোজনা এবং পরিচালনা করেছিলেন। তিনি বিভিন্ন জাতীয় এবং রাষ্ট্ৰীয় পৰ্যায়ে বিভিন্ন পুরস্কার লাভ করেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.